এবার প্যান কার্ড পাওয়া যাবে আরও সহজে
মাত্র চার ঘণ্টায় মিলবে প্যান কার্ড! এই খবরই জানাল আয়কর দফতর। এ বার থেকে আবেদনের চার ঘন্টার মধ্যেই পাওয়া যাবে প্যান কার্ড।
প্যান কার্ডের নিয়মে আগেই কিছু রদবদল করেছিল আয়কর দফতর। মঙ্গলবার আয়কর দফতরের তরফে জানানো হয়, মাত্র চার ঘণ্টায় প্যান কার্ড পেতে সাহায্য নেওয়া হবে বিশেষ প্রযুক্তির। স্বয়ংক্রিয় এই প্রযুক্তির সুবিধা থাকবে বিভিন্ন রাজ্যে। আগামী এক বছরের মধ্যেই এই সুবিধা চালু হয়ে যাবে বলে জানিয়েছেন ‘সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্স’-এর চেয়ারম্যান সুশীল চন্দ্র।
এ ছাড়াও কর প্রদানের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে বলে জানান তিনি। এই সুবিধাগুলি যত তাড়াতাড়ি সম্ভব চালু করবার জন্য আয়কর দফতর লাগাতার কাজ করে চলেছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: আটকে দেখাক, হুঁশিয়ারি ইরানের
এর আগে প্যান কার্ডের নিয়মাবলীতে কিছু পরিবর্তন ঘোষণা করেছিল আয়কর বিভাগ। চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই সেই পরিবর্তন আসতে চলেছে। নতুন নিয়মে সিঙ্গল মায়েদের সন্তানদের ক্ষেত্রে পিতার নাম দেওয়া আর বাধ্যতামূলক থাকছে না। এ ছাড়াও, বাৎসরিক লেনদেনের পরিমাণ ২.৫ লাখ বা তার বেশি, এমন সংস্থাগুলির জন্য প্যান কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে।
আরও পড়ুন: ৫ ডিসেম্বর থেকে আসতে চলেছে প্যান কার্ডের নতুন নিয়ম: জেনে নিন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy