Advertisement
০৫ নভেম্বর ২০২৪

সৌরবিদ্যুৎ ক্ষেত্রে লগ্নির জন্য সফটব্যাঙ্ক ও ফক্সকনের সঙ্গে কথা আদানির

এ বার ভারতে সৌরবিদ্যুৎ উৎপাদনের যন্ত্রাংশ তৈরিতে আগ্রহী আদানি গোষ্ঠী। ৩০০ কোটি ডলারের প্রকল্পটির জন্য লগ্নি জোগাড়ের লক্ষ্যে জাপানের সফটব্যাঙ্ক এবং তাইওয়ানের ফক্সকনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তারা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ০১:২৭
Share: Save:

এ বার ভারতে সৌরবিদ্যুৎ উৎপাদনের যন্ত্রাংশ তৈরিতে আগ্রহী আদানি গোষ্ঠী। ৩০০ কোটি ডলারের প্রকল্পটির জন্য লগ্নি জোগাড়ের লক্ষ্যে জাপানের সফটব্যাঙ্ক এবং তাইওয়ানের ফক্সকনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তারা। সংশ্লিষ্ট সূত্রে খবর, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সফটব্যাঙ্কের চেয়ারম্যান এবং সিইও মাসায়োশি সন এবং ফক্সকনের কর্তা টেরি গউ-এর সঙ্গে আলোচনায় বসেছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত না-হলেও, আগামী কয়েক মাসের মধ্যেই তা সামনে আসবে বলে জানিয়েছে ওই সূত্র। যদিও, আলোচনার বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হয়নি আদানি গোষ্ঠী, ফক্সকন এবং সফটব্যাঙ্ক। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প আরও গতি পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, এর আগেই ভারতের সৌরবিদ্যুৎ প্রকল্পে ২,০০০ কোটি ডলার লগ্নি করার কথা জানিয়েছে জাপানি তথ্যপ্রযুক্তি সংস্থা সফটব্যাঙ্ক। এ জন্য দেশীয় সংস্থা ভারতী এন্টারপ্রাইজ এবং ফক্সকনের সঙ্গে জোট বেঁধেছে তারা। সৌরবিদ্যুতের প্যানেল-সহ অন্যান্য যন্ত্রাংশও এখানে তৈরি করা নিয়ে আগ্রহ দেখিয়েছিল সফটব্যাঙ্ক। প্রসঙ্গত, বছরে ৩০০ দিন সূর্যের আলো পেলেও, ভারতে সৌরবিদ্যুৎ ক্ষেত্রে লগ্নি এবং উৎপাদন নামমাত্র। দেশের বিদ্যুৎ চাহিদার বেশিরভাগটার জন্যই নির্ভর করতে হয় কয়লার উপর। এই অবস্থা বদলে ২০২২ সালের মধ্যে ভারতে ১ লক্ষ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে কেন্দ্র। বায়ুবিদ্যুতের ক্ষেত্রে যা ৬০ গিগাওয়াট। এ জন্য ১৬,০০০ কোটি ডলারের লগ্নি প্রয়োজন বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী।

অন্য বিষয়গুলি:

Adani Group SoftBank Japan Foxconn
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE