Advertisement
২২ জানুয়ারি ২০২৫
share market today

পতন হল না, তবে উত্থান সামান্যই, টানা দু’দিন প্রায় একই জায়গায় দাঁড়িয়ে শেয়ার বাজার

সামান্য উত্থান দেখা গিয়েছে বিএসই ও নিফটির সূচকে। ফলে লগ্নিকারীদের লাভ বা লোকসান যে বিরাট হেরফের দেখা যায়নি বললেই চলে।

Sensex nifty remain flat on Wednesday 11 December 2024

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৬
Share: Save:

বুধবারেরও ৮১ হাজারের গণ্ডি পেরোতে পারল না সেনসেক্স। মঙ্গলবারের মতোই নট নড়নচড়ন অবস্থায় দাঁড়িয়ে রইল সেনসেক্স। অতি সামান্যই বেড়েছে সেনসেক্সের সূচক। একই দশা নিফটির। সামান্য উত্থান দেখা গিয়েছে নিফটির সূচকে। ফলে লগ্নিকারীদের লাভ বা লোকসানে যে বিরাট হেরফের দেখা যায়নি বললেই চলে।

এ দিন বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) বন্ধ হওয়ার পর দেখা যায় ৮১,৫২৬.১৪ পয়েন্টে গিয়ে থেমেছে সেনসেক্স। গতকালের তুলনায় মাত্র ১৬ পয়েন্ট বেড়েছে বিএসই সূচক। শতাংশের হিসাবে যা ০.২ শতাংশ। সকালে ৮১,৫৬৮.৩৯ পয়েন্টে খোলে বিএসই। দিনের মধ্যে সর্বোচ্চ ৮১,৭৪২.৩৭ পয়েন্টে উঠেছিল শেয়ার সূচক বাজার।

অন্য দিকে ২৪,৬৪১.৮০ পয়েন্টে গিয়ে বন্ধ হয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। নিফটিতে ৩১.৭৫ পয়েন্টের উত্থান লক্ষ্য করা গিয়েছে। শতাংশের নিরিখে এটি ০.১৩ বেড়েছে। এনএসই খোলার সময়ে ২৪,৬২০.৫০ পয়েন্টে দাঁড়িয়েছিল নিফটি। দিনের মধ্যে সর্বোচ্চ ২৪,৬৯১.৭৫ পয়েন্টে ওঠে নিফটির সূচক।

রিজ়ার্ভ ব্যাঙ্কের (আরবিআই) নতুন গভর্নর হিসাবে সঞ্জয় মালহোত্রকে নাম ঘোষণার পরদিনই ডলারের নিরিখে রেকর্ড পড়েছিল টাকার দাম। টাকার দামে পতন দেখে অনেকে আশঙ্কা করেছিলেন শেয়ার বাজারেও তার কুপ্রভাব পড়তে পারে। আরও বেশি পরিমাণে বিদেশি লগ্নিকারী হারানোর আশঙ্কা ছিল। সেই আশঙ্কা খানিকটা কমলেও বাজারে তেজিভাব দু’দিন ধরেই অনুপস্থিত।

স্টকে লগ্নিকারীদের মধ্যে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বজাজ ফিন্যান্স, নেস্টলে, এশিয়ান পেন্টস ও আল্ট্রাটেক সিমেন্ট, আর বুধবার লোকসানের মুখ দেখতে হয়েছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়, এসবিআই, অ্যাক্সিস ব্যাঙ্ক ও টেক মাহিন্দ্রাকে।

অন্য বিষয়গুলি:

Sensex Nifty market Flat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy