Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
Indian Rupee Low

রিজ়ার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নরের নাম ঘোষণার পরেই পতন, সর্বকালীন নীচে নামল টাকা!

রিজ়ার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নরের নাম ঘোষণার পরদিনই ডলারের নিরিখে রেকর্ড পড়ল টাকার দাম। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আর্থিক বিশ্লেষকরা।

Indian rupee hits all time low on 10 December 2024 after appointment of new RBI Governor

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৪:১১
Share: Save:

রিজ়ার্ভ ব্যাঙ্কের (আরবিআই) নতুন গভর্নর হিসাবে সঞ্জয় মালহোত্রকে নিয়োগের পরদিনই ডলারের নিরিখে রেকর্ড পড়ল টাকার দাম। সর্বকালীন নিম্নে চলে গিয়েছে ভারতীয় রুপি। টাকার এ হেন পতন দেখে ভুরু কুঁচকেছেন আর্থিক বিশ্লেষকেরা। এই পরিস্থিতিতে ভারতীয় শেয়ার বাজারের আরও বেশি পরিমাণে বিদেশি লগ্নিকারী হারানোর আশঙ্কা করছেন তাঁরা। পাশাপাশি, আগামী বছর (পড়ুন ২০২৫) আরবিআইয়ের রেপো রেট কমানোর প্রত্যাশাও পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে।

সোমবার, ৯ ডিসেম্বর আরবিআই নতুন গভর্নর হিসাবে সঞ্জয়ের নাম ঘোষণা করে কেন্দ্র। শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। ১৯৯০ ব্যাচের রাজস্থান ক্যাডারের এই আমলা কেন্দ্রীয় ব্যাঙ্কের শীর্ষ পদের দায়িত্ব পাওয়ায় ডলারের নিরিখে টাকার দাম ৮৪.৮০-তে থাকবে বলে মনে করা হয়েছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। এ দিন বাজার খোলার পর দেখা যায় ৮৪.৭৫-এ ঘোরাফেরা করছে টাকার দাম। শেয়ার বাজারের সর্বশেষ সেশনের থেকেও দর নেমেছে বলে জানা গিয়েছে।

বুধবার, ১১ ডিসেম্বর আরবিআইয়ের গভর্নরের দায়িত্বভার গ্রহণ করবেন সঞ্জয়। বর্তমানে অর্থ মন্ত্রকের সচিব পদে রয়েছেন তিনি। তিন বছরের মেয়াদে তাঁকে নিয়োগ করেছে নরেন্দ্র মোদী সরকার। ডলারের নিরিখে টাকার পতন ঠেকানো এবং মুদ্রাস্ফীতির হার নামানোই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। এ ছাড়া আর্থিক বৃদ্ধি ও জিডিপির সূচক ঊর্ধ্বমুখী রাখার দিকেও নজর দিতে হবে সঞ্জয়কে।

সূত্রের খবর, ডলারের নিরিখে টাকার দামের এই পতন ঠেকাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে আরবিআই। ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সাহায্যে লগ্নিকারীদের ডলার বিক্রি করতে হচ্ছে। ডলারের তুলনায় টাকার দাম পড়লে দেশের বিদেশি মুদ্রা ভান্ডারের উপর তার প্রভাব দেখা যায়। এই মুদ্রা ভান্ডার কিছুতেই কম করতে রাজি নয় ভারত। জাপানি সংস্থা ‘নেমুরা’ জানিয়েছে, যথেষ্ট জটিল পরিস্থিতিতে আরবিআইয়ের দায়িত্বভার গ্রহণ করছেন সঞ্জয়। মুদ্রানীতিতে সামঞ্জস্য আনতে বড়সড় পরিবর্তন আনতে পারেন তিনি।

অন্য বিষয়গুলি:

Indian Rupee Dollar vs Rupee Indian Economy RBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy