Advertisement
২২ জানুয়ারি ২০২৫
stock market

মঙ্গলে অমঙ্গল শেয়ার বাজারে, ট্রাম্প শপথ নিতেই ১২০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

বিনিয়োগকারীদের দোলাচলে পড়ায় মঙ্গলবার ১২০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স। নিফটির পয়েন্ট নেমেছে ২৩ হাজারে।

Sensex crashes 1200 point on Tuesday 21 January 2025 after donald tramp took oath

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৮:১৯
Share: Save:

আমেরিকার কুর্সিতে ডোনাল্ড ট্রাম্প বসার পরই ভারতের শেয়ার বাজারে ব্যাপক ধস। ট্রাম্প দ্বিতীয় বারের জন্য হোয়াইট হাউসে ফিরে আসার পর তাঁর শুল্ক পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তাই স্টক মার্কেটের বিপর্যয়ের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিনিয়োগকারীদের দোলাচলে পড়ায় মঙ্গলবার ১২০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স। নিফটির পয়েন্ট নেমেছে ২৩ হাজারে। বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির আশঙ্কা, ট্রাম্পের নীতি বাণিজ্যে পাঁচিল তুলে রফতানি-সহ ভারতের অর্থনীতির জন্য প্রতিকূলতা তৈরি করতে পারে। তাই তাদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়েছে। সূচকের পতনের অন্যতম কারণ এটি বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ।

বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই ১২৩৫ পয়েন্ট পড়ে ৭৫ হাজার ৮৩৮.৩৬ সূচকে দাঁড়িয়েছে। শতাংশের নিরিখে যা ১.৬০ শতাংশ। নিফটি ৫০-এর সূচক নেমেছে প্রায় ২৯৯ পয়েন্ট। ১.২৮ শতাংশ কমে নিফটি বন্ধ হয়েছে ২৩ হাজার ০৪৫ পয়েন্টে।

পরিসংখ্যানে স্পষ্ট ভারতের অর্থনীতি কিছুটা ঝিমিয়ে। মূল্যবৃদ্ধি এখনও চড়ে। টাকার দাম পড়ছে। তার দোসর হয়েছে ট্রাম্পের শুল্ক পরিকল্পনা। এই নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কের জন্ম দিয়েছে। বাজার সূত্রের খবর ট্রেডিং সেশনের সময় বিভিন্ন সেক্টরে প্রধান স্টকগুলির দাম তীব্র ভাবে কমে যায়, যা আজকের মন্দার অন্যতম কারণ। অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা জোম্যাটোর শেয়ারে ১১ শতাংশ পতন দেখা দিয়েছে। এ ছাড়া রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়, আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারের দরে পতন দেখা দিয়েছে। বিএসই শেয়ার বাজারের এক দিনের ক্ষতি ৭.৪৮ লক্ষ কোটি টাকা। মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় এই শেয়ার বাজারের মূলধন ৪১৭ লক্ষ কোটিতে নেমে গিয়েছে।

অন্য বিষয়গুলি:

Share Bazar Share market today Stock Market Down Trump
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy