—প্রতীকী ছবি।
বুধবার, ৬ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতার প্রভাব পড়ে ভারতীয় শেয়ার বাজারে। কিন্তু ফল ঘোষণার এক দিনের মধ্যেই আগের জায়গায় ফিরল সূচক। যার জেরে লক্ষ্মীবারে ফের রক্তাক্ত হয়েছে সেনসেক্স ও নিফটি। আর এতে যথেষ্টই হতাশ লগ্নিকারীরা।
বৃহস্পতিবার, ৭ নভেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) শেয়ারের সূচক পড়েছে ৮৩৬.৩৪ পয়েন্ট। ফলে বাজার বন্ধ হওয়ার পর ৭৯,৫৪১.৭৯ পয়েন্টে দাঁড়িয়ে যায় সেনসেক্স। এতে ১.০৪ শতাংশ পতন দেখা গিয়েছে। দিনের শুরুতে ৮০,৫৬৩.৪২ পয়েন্টে দাঁড়িয়েছিল সেনসেক্স। দিনের মধ্যে এটাই ছিল বিএসইর সর্বোচ্চ সূচক।
অন্য দিকে ২৮৪.৭০ পয়েন্ট নেমেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) লেখচিত্র। ফলে এ দিন ২৪,১৯৯.৩৫ পয়েন্টে শেষ করেছে নিফটি। দিনের শুরুতে যা ২৪,৪৮৯.৬০ পয়েন্টে দাঁড়িয়েছিল। আর দিনের মধ্যে সর্বোচ্চ ২৪,৫০৩.৩৫ পয়েন্টে উঠেছিল নিফটি। এর লেখচিত্র নেমেছে ১.১৬ শতাংশ। এ ছাড়া ব্যাঙ্ক নিফটি পড়েছে ৪০০ পয়েন্ট। ৫১ হাজার ৯১৬-তে এটি বন্ধ হয়েছে।
এ দিন নিফটিতে ছোট ও মাঝারি পুঁজির সংস্থাগুলির শেয়ারের দাম কমেছে যথাক্রমে ০.৮৪ এবং ০.৪৯ শতাংশ। সংকর ধাতুর স্টক ২.৭ শতাংশ সস্তা হয়েছে। পাশাপাশি, ফার্মা, রিয়্যাল এস্টেট ও গাড়ি নির্মাণকারী সংস্থাগুলির শেয়ারের দাম কমেছে এক শতাংশ। নিফটিতে ৫০টির মধ্যে ৪৫ স্টকই লাল জোনে শেষ করেছে। সর্বাধিক লোকসান হয়েছে হিন্দালকোর লগ্নিকারীদের। কারণ, এই সংস্থার স্টকের সূচক নেমেছে ৮.৫ শতাংশ।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy