দেশে বর্ষার ভাল শুরু ও সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার হাত ধরে জুনে ভাল বিক্রির মুখ দেখল বেশির ভাগ গাড়ি সংস্থা। বৃষ্টি ঠিক মতো হলে, আগামী ক’মাসেও যাত্রী গাড়ির বিক্রি বাড়বে বলে আশা প্রকাশ করেছে তারা।
টাটা মোটরস, হুন্ডাই, মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা, ফোর্ড, রেনো ইত্যাদি সংস্থার বিক্রি বাড়লেও, জুনে অবশ্য বিক্রি কমেছে মারুতি-সুজুকি এবং হোন্ডা কারসের। দেশের বৃহত্তম গাড়ি সংস্থা মারুতি-সুজুকি জানিয়েছে, মূলত যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থা সুব্রোসের কারখানায় আগুন লাগার জের পড়েছে তাদের উৎপাদনের উপর। যার ফলে দেশে সংস্থার যাত্রী গাড়ি বিক্রিও ১০.২% কমে হয়েছে ৯২,১৩৩টি। পাশাপাশি, হোন্ডার বিক্রি কমেছে প্রায় ৩৮%।
অন্য দিকে, এই সময়ে হুন্ডাই মোটর বিক্রি করেছে ৩৯,৮০৬টি যাত্রী গাড়ি। বৃদ্ধির হার ৯.৭%। সংস্থার অন্যতম কর্তা রাকেশ শ্রীবাস্তবের দাবি, ভাল বর্ষা ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির খবর সাহায্য করেছে বিক্রি বাড়াতে। টাটা মোটরসের বিক্রিও ২২% বেড়ে পৌঁছেছে ১২,৫০৯তে। ফোর্ড ও রেনোর বিক্রি বেড়েছে দ্বিগুণেরও বেশি। মহীন্দ্রার বৃদ্ধি ৫% হলেও, ভবিষ্যতে তা আরও বাড়বে বলে আশা সংস্থার কর্তা প্রবীণ শাহের। তাঁর মতে, ভাল বর্ষার হাত ধরে বিশেষ করে গ্রামাঞ্চলে চাহিদা আরও বাড়তে চলেছে। সে ক্ষেত্রে বিক্রিও বাড়বে বলে আশা শাহের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy