Advertisement
০৫ নভেম্বর ২০২৪

এপ্রিলে বিক্রি ১৫% বাড়ল যাত্রী গাড়ির

ইনিংস-এর শুরুটা ভালই হল দেশের গাড়ি শিল্পের। নতুন অর্থবর্ষের প্রথম মাসে দেশের বাজারে সব ধরনের যাত্রী গাড়ির বিক্রি বাড়ল প্রায় ১৫%।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ মে ২০১৭ ০৩:৩৫
Share: Save:

ইনিংস-এর শুরুটা ভালই হল দেশের গাড়ি শিল্পের। নতুন অর্থবর্ষের প্রথম মাসে দেশের বাজারে সব ধরনের যাত্রী গাড়ির বিক্রি বাড়ল প্রায় ১৫%।

মঙ্গলবার সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) গত মাসে গাড়ির ব্যবসার খতিয়ান প্রকাশ করেছে। সেই অনুযায়ী, ২০১৬-র এপ্রিলের চেয়ে গত এপ্রিলে সার্বিক ভাবে যাত্রী গাড়ির (প্যাসেঞ্জার কার বা যাত্রী গাড়ি, ইউটিলিটি ভেহিক্‌ল বা কেজো গাড়ি ও ভ্যান) বিক্রি বেড়েছে ১৪.৬৮%। আর শুধু প্যাসে়ঞ্জার-কার বা যাত্রী গাড়ি গত মাসে বিক্রি হয়েছে ১৯০৭৮৮টি। যা আগের বছরের এপ্রিলের চেয়ে ১৭.৩৬% বেশি।

মূলত ছোট যাত্রী গাড়ি (মিনি) এবং ছোট সেডান (কমপ্যাক্ট সেডান)-এর বিক্রি ভাল হওয়ার জন্যই যাত্রী গাড়ির (প্যাসে়ঞ্জার কার) বিক্রি গত মাসে বেড়েছে, মনে করছে সিয়াম। সিয়াম-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল সুগত সেন বলেন, ‘‘নতুন কারখানা খোলা, গাড়ি বাজারে আসার জন্যই যাত্রী গাড়ি বিক্রি বেড়েছে।’’ তবে শুরুটা ভাল হলেও চলতি অর্থবর্ষে যাত্রী গাড়ির বিক্রি বৃদ্ধি ১০-১২% থাকবে বলেই মনে করা হচ্ছে।

অন্য বিষয়গুলি:

Passenger car
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE