উৎসবের মরসুমে বাজার ধরতে তাদের নতুন ছোট গাড়ি ‘কুইড’-এর উৎপাদন বাড়াচ্ছে ফরাসি সংস্থা রেনো ইন্ডিয়া। সংস্থা জানিয়েছে, এখনও পর্যন্ত ৫০ হাজারেরও বেশি ক্রেতা ‘কুইড’ গাড়িটি বুক করেছে। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর গাড়িটি বাজারে এসেছিল।
সংস্থার সিইও এবং এমডি সুমিত শেনয় জানিয়েছেন, ক্রেতাদের হাতে গাড়ি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাতে গতি আনতে তাঁরা উৎপাদন বাড়াচ্ছেন। পাশাপাশি ডিলারের সংখ্যাও বাড়াচ্ছে সংস্থা। ২০১১-তে মাত্র ১৪ জন ডিলার থাকলেও এখন সারা দেশে তা ১৮০।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy