ডাস্টার-এর পরে কুইড। ভাঁড়ারে আরও কয়েকটি গাড়ি থাকলেও মূলত এই দু’টি গাড়ির উপর ভর করেই ভারতের বাজারে অংশীদারি দ্বিগুণ করেছে ফরাসি বহুজাতিক সংস্থা রেনো। ২০১৭-তে ৫% বাজার দখলের যে-লক্ষ্যমাত্রা সংস্থা নিয়েছিল, ক্রেতাদের সাড়া দেখে তাদের আশা, এক বছর আগেই তা পূরণ করা সম্ভব হবে।
নিসানের সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতে কারখানা গড়েছে রেনো। বছর চারেক আগে এ দেশে পা রাখলেও ২০১৫ পর্যন্ত গাড়ি বাজারের মাত্র ২% তাদের দখলে ছিল। বস্তুত, ডাস্টার গাড়িটি এনে ‘স্পোর্টস ইউটিলিটি ভেহিকল’ (এসইউভি)–এর বাজারে আলাদা পরিচিতি পায় তারা। এর পর গত বছর বাজারে এসেছে তাদের ছোট গাড়ি কুইড।
সম্প্রতি নতুন ডাস্টার বিক্রি শুরু করেছে সংস্থাটি। শনিবার কলকাতার বাজারে সেটি আনল তারা। সেই উপলক্ষে এ দিন শহরে এসে রেনো ইন্ডিয়া-র ভাইস প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড মার্কেটিং) রাফায়েল ট্রেগার জানান, ২০১৬-এর জানুয়ারি-মার্চে তাঁদের অংশীদারি ৪.১%-এ পৌঁছেছে। শুধু গত মার্চেই তা ছিল ৪.৯%। এ বছরের শেষেই তাই ৫% বাজার দখলের লক্ষ্যমাত্রা পূরণের ব্যাপারে আশাবাদী তাঁরা।
ভারতের বাজারে মূলত ছোট গাড়িরই আধিপত্য থাকলেও এসইউভি-র বিক্রি বৃদ্ধির হার সবচেয়ে বেশি। সেই বাজার ঝরতে ঝাঁপাচ্ছে সব সংস্থাই। সেই সূত্রে নতুন রূপে ডাস্টার বাজারে এনেছে রেনো। সংস্থার কর্তারা এ দিন জানান, ৩২টিরও বেশি নতুন বৈশিষ্ট্য যোগ হয়েছে। এর মধ্যে ডিজেল-চালিত ডাস্টারে এ বার ‘অটোম্যাটিক ম্যানুয়াল ট্রান্সমিশন’ (এএমটি) প্রযুক্তির সুবিধা মিলবে। এই গাড়িতে ‘ক্লাচ’ ব্যবহারের ঝক্কি থাকবে না। কলকাতায় আপাতত গাড়িটির দাম শুরু হচ্ছে ১২.০৮ লক্ষ টাকা থেকে। এ ছাড়া প্রচলিত ‘ম্যানুয়াল ট্রান্সমিশন’-এর ডিজেল-ডাস্টার ও পেট্রোল-ডাস্টারের দাম শুরু হচ্ছে যথাক্রমে ৯.৬৬ লক্ষ টাকা ও ৮.৮৫ লক্ষ টাকা থেকে।
অন্য দিকে, গত মার্চে প্রায় ৯৫০০টি কুইড গাড়ি বিক্রি করেছে সংস্থা। মূলত মারুতি-সুজুকি-র সঙ্গে পাল্লা দিতে এ বছরেই ১০০০ সিসি-র ই়ঞ্জিনের কুইড বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাদের। এখনকার কুইড গাড়ির ইঞ্জিন ৮০০ সিসি-র। সংস্থাকর্তাদের দাবি, ছোট গাড়ির বাজারের ১৫% দখল করেছে কুইড।
বিপণন কেন্দ্রও সম্প্রসারণ করছে রেনো ইন্ডিয়া। ট্রেগার জানান, গত বছরের ২০৫টি থেকে বেড়ে এ বছর বিপণন কেন্দ্র পৌঁছবে ২৭০-এ। পূর্বাঞ্চলে বাড়বে দু’টি। কলকাতায় রেনো-র ডিলার সংস্থার কর্তা বিনোদ অগ্রবাল জানান, শীঘ্রই নিউ টাউনে আরও একটি বিপণন কেন্দ্র চালু করবেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy