রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর সঞ্জয় মালহোত্র। ছবি: সংগৃহীত।
রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) নতুন গভর্নর নিয়োগ করল কেন্দ্র। অর্থ মন্ত্রকের রাজস্ব সচিব সঞ্জয় মলহোত্রাকে এই গুরু দায়িত্ব দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হলেন তিনি।
আরবিআইয়ের ২৬তম গভর্নর হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন সঞ্জয়। ১৯৯০ আইএএস ব্যাচের রাজস্থান ক্যাডারের অফিসার তিনি। মঙ্গলবার, ১০ ডিসেম্বর শেষ হবে শক্তিকান্ত দাসের কার্যকালের মেয়াদ। এর পরই কেন্দ্রীয় ব্যাঙ্কের দায়িত্বভার গ্রহণ করবেন মলহোত্রা।
আইআইটি কানপুরের প্রাক্তনী সঞ্জয়ের রয়েছে কম্পিউটার সায়েন্স ই়ঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর করেছেন তিনি। অর্থ মন্ত্রকের রাজস্ব সচিব হওয়ার আগে আর্থিক পরিষেবা বিভাগের সচিবের দায়িত্বভার সামলেছেন সঞ্জয়। প্রশাসনিক কাজের দীর্ঘ ৩৩ বছরের অভিজ্ঞতা রয়েছে এই আমলার। বিদ্যুৎ, কর, তথ্যপ্রযুক্তি এবং খনির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের কাজের সঙ্গে জড়িয়ে থেকেছেন তিনি।
কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের হয়ে অর্থ দফতরের কাজ করেছেন সঞ্জয়। বর্তমানের প্রত্যক্ষ ও পরোক্ষ কর নীতি তৈরির ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০১৮ সালে উর্জিত পটেল আরবিআইয়ের গভর্নর পদ থেকে ইস্তফা দিলে শক্তিকান্ত দাসকে নিয়োগ করা হয়। ২০২১ সালের ডিসেম্বরে তাঁর মেয়াদ তিন বছর বৃদ্ধি করে সরকার। এ মাসে সেই মেয়াদও শেষ হওয়ায় নতুন গভর্নর বেছে নিল কেন্দ্র।
আরবিআইয়ের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘমেয়াদি গভর্নর হলেন শক্তিকান্ত দাস। তাঁর আগে আরবিআইয়ে সবচেয়ে দীর্ঘমেয়াদি গভর্নর ছিলেন বেনেগাল রামা রাউ। তিনি ১৯৪৯-এর জুলাই থেকে ১৯৫৭-এর জানুয়ারি পর্যন্ত সাড়ে সাত বছর কেন্দ্রীয় ব্যাঙ্কের শীর্ষ পদে ছিলেন।
বিশ্ব ব্যাঙ্ক, এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক, নিউ ডেভলপমেন্ট ব্যাঙ্ক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কে কাজের অভিজ্ঞতা ছিল শক্তিকান্তর। মোট আটটি কেন্দ্রীয় বাজেটের সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি। ১৫তম অর্থ কমিশনের সদস্যও ছিলেন শক্তিকান্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy