হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বার্তা দিলেন তামিম ইকবাল। বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। গত সোমবার তাঁর হৃদ্যন্ত্রে সমস্যা হয়েছিল। সেই কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ছাড়া পেয়ে ধন্যবাদ জানালেন ট্রেনার ইয়াকুব চৌধুরীকে। আর কী বললেন তামিম?
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তামিম সমাজমাধ্যমে লেখেন, “সকলের প্রার্থনায় বাড়ি ফিরেছি। এই চার দিনে মনে হচ্ছে নতুন জীবন পেলাম। সকলে প্রচুর ভালবাসা দিয়েছেন। গোটা কেরিয়ার জুড়ে এই ভালবাসা পেয়েছি আমি। সেই ভালবাসা কত গভীর তা এখন বুঝতে পারলাম। আমি আপ্লুত।” তামিম ধন্যবাদ জানিয়েছেন ট্রেনার ইয়াকুবকে। তিনি লেখেন, “আমি জানি না ইয়াকুব চৌধুরীকে কী ভাবে ধন্যবাদ জানাব। চিকিৎসকেরা আমাকে বলেছেন, সঠিক সময়ে সিপিআর দিয়ে ইয়াকুব ভাই আমাকে বাঁচিয়েছেন।”
আরও পড়ুন:
পুরোপুরি সুস্থ হতে আরও কিছু দিন সময় লাগবে তামিমের। দেশের হয়ে ৩৮৭টি ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ১৫,১৯২ রান করেছেন। ২৫টি শতরান করেছেন তিনি। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করার তালিকায় মুশফিকুর রহিমের পরেই রয়েছেন তামিম।
ঢাকা প্রিমিয়ার লিগে মহমেডান স্পোর্টিংয়ের হয়ে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম। সেই দলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ ‘প্রথম আলো’কে জানিয়েছিলেন, তামিমের হৃদ্যন্ত্রে স্টেন্ট বসানো হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তামিমের অ্যাঞ্জিয়োগ্রাম করানো হয়েছিল। তাঁর হৃদ্যন্ত্রে ব্লক পাওয়া গিয়েছিল। সেই কারণেই স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকেরা।