Advertisement
১৩ নভেম্বর ২০২৪
Commercial LPG

গ্যাসে সুরাহা মিলল না গৃহস্থের, বাজেটের আগেই বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

ভোটের আগে গ্যাসের দর কমবে কি না, এই চর্চা সর্বত্র। গত বছর গৃহস্থের সিলিন্ডারের দাম ২০০ টাকা কমলেও তার পর থেকে স্থির। চড়া মূল্যবৃদ্ধিতে জর্জরিত মানুষকে খরচে স্বস্তি দেয়নি মোদী সরকার।

Representative Image

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:২০
Share: Save:

অন্তর্বর্তী বাজেটের দোরগোড়ায় পৌঁছেও রান্নার গ্যাসে স্বস্তির বার্তা পেলেন না গৃহস্থ। উল্টে ফেব্রুয়ারিতে হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল।

মাস পয়লায় গ্যাসের দর বদলানো রেওয়াজ। তবে নতুন মাসে গৃহস্থের ১৪.২ কেজির সিলিন্ডার একই থাকল। কলকাতায় দাম ৯২৯ টাকা। অন্যদিকে, গত ক’মাসের মতো এ বারও বাড়ল হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত ১৯ কেজি সিলিন্ডারের দাম। শহরে ১৮ টাকা বেড়ে হল ১৮৮৭ টাকা।

ভোটের আগে গ্যাসের দর কমবে কি না, এই চর্চা সর্বত্র। গত বছর গৃহস্থের সিলিন্ডারের দাম ২০০ টাকা কমলেও তার পর থেকে স্থির। চড়া মূল্যবৃদ্ধিতে জর্জরিত মানুষকে খরচে স্বস্তি দেয়নি মোদী সরকার। তবে বড় অংশের আশা, ভোটের আগে হয়তো এই ধরনের পদক্ষেপ করে মন পাওয়ার চেষ্টা করবে তারা।

অন্য বিষয়গুলি:

LPG Price
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE