Advertisement
০৫ নভেম্বর ২০২৪

আয়কর রিটার্ন জমায় লাগবে না আধার

আয়কর রিটার্ন জমা দিতে আপাতত আধার লাগবে না বলে বুধবার জানাল দিল্লি হাইকোর্ট।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৮ ০৩:৩৭
Share: Save:

আয়কর রিটার্ন জমা দিতে আপাতত আধার লাগবে না বলে বুধবার জানাল দিল্লি হাইকোর্ট। পাশাপাশি, আধার ছাড়া রিটার্ন জমা দিতে পৃথক ব্যবস্থা (প্ল্যাটফর্ম) চালু করতেও প্রত্যক্ষ কর পর্ষদকে (সিবিডিটি) নির্দেশ দিয়েছে আদালত। সেই ব্যবস্থাটি অন্তত আগামী ৩১ মার্চ পর্যন্ত চালু রাখার কথাও বলা হয়েছে।

বণিকসভা বিএনসিসিআইয়ের কর কমিটির চেয়ারম্যান সঞ্জয় ভট্টাচার্য জানান, এখন রিটার্ন জমা দিতে হলে আধার নম্বর কিংবা আধার কার্ড পাওয়ার জন্য আবেদনপত্রের প্রমাণ দাখিল করতে হয়। আয়কর আইনজীবীদের বক্তব্য, এ দিনের নির্দেশ কার্যকর করতে বিজ্ঞপ্তি জারি করা জরুরি। অল ইন্ডিয়া ফেডারেশন অব ট্যাক্স প্র্যাকটিশনার্সের জন সংযোগ কমিটির চেয়ারম্যান নারায়ণ জৈন বলেন, ‘‘বিজ্ঞপ্তি জারির পাশাপাশি আয়কর দফতরের সাইটে রিটার্ন জমা দেওয়ার কাঠামোও সংশোধন করতে হবে সিবিডিটিকে।’’

অন্য বিষয়গুলি:

Aadhar Card IT Return
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE