Advertisement
১৮ নভেম্বর ২০২৪
Kasinathuni Nageswara Rao

স্বাধীনতা সংগ্রামী থেকে ব্যবসায়ী, কলকাতা থেকে প্রশিক্ষণ নিয়ে ‘অম্রুতাঞ্জন’ তৈরি করেন ইনি

আট এবং নয়েক দশকে প্রায় প্রতি ভারতীয়ের ঘরে অন্তত একটা অম্রুতাঞ্জন থাকা যেন ছিল বাধ্যতামূলক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ ১০:২৩
Share: Save:
০১ ২০
অনেকের নিত্যসঙ্গী এবং অত্যন্ত প্রয়োজনীয় মাথাব্যথার বাম অম্রুতাঞ্জন। আট এবং নয়েক দশকে প্রায় প্রতি ভারতীয়ের ঘরে অন্তত একটা অম্রুতাঞ্জন থাকা যেন ছিল বাধ্যতামূলক।

অনেকের নিত্যসঙ্গী এবং অত্যন্ত প্রয়োজনীয় মাথাব্যথার বাম অম্রুতাঞ্জন। আট এবং নয়েক দশকে প্রায় প্রতি ভারতীয়ের ঘরে অন্তত একটা অম্রুতাঞ্জন থাকা যেন ছিল বাধ্যতামূলক।

০২ ২০
হলুদ রঙের মোটা কাচের মধ্যে লুকিয়ে থাকত ‘ম্যাজিক’। মাথা ব্যথা থেকে শরীরের কোনও অংশে যন্ত্রণা সবই নিমেষে গায়েব হয়ে যেত এর ছোঁয়ায়।

হলুদ রঙের মোটা কাচের মধ্যে লুকিয়ে থাকত ‘ম্যাজিক’। মাথা ব্যথা থেকে শরীরের কোনও অংশে যন্ত্রণা সবই নিমেষে গায়েব হয়ে যেত এর ছোঁয়ায়।

০৩ ২০
জানেন কি এই ম্যাজিক বাম আমাদের উপহার দিয়েছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী! তিনি একাধারে সাংবাদিক এবং সমাজসেবীও। তাঁর নাম  কাসিনাথুনি নাগেশ্বর রাও।

জানেন কি এই ম্যাজিক বাম আমাদের উপহার দিয়েছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী! তিনি একাধারে সাংবাদিক এবং সমাজসেবীও। তাঁর নাম কাসিনাথুনি নাগেশ্বর রাও।

০৪ ২০
তবে কাসিনাথুনি অধিক পরিচিত নাগেশ্বর রাও পন্টুলু নামে। গাঁধীজির সঙ্গে সত্যাগ্রহ আন্দোলন, খদ্দর আন্দোলন এবং মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে অন্ধ্রপ্রদেশকে পৃথক রাজ্য গড়ে তোলার আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল তাঁর।

তবে কাসিনাথুনি অধিক পরিচিত নাগেশ্বর রাও পন্টুলু নামে। গাঁধীজির সঙ্গে সত্যাগ্রহ আন্দোলন, খদ্দর আন্দোলন এবং মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে অন্ধ্রপ্রদেশকে পৃথক রাজ্য গড়ে তোলার আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল তাঁর।

০৫ ২০
১৮৬৭ সালে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। গ্রামের স্কুল থেকে পাশ করে মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজে ভর্তি হন।

১৮৬৭ সালে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। গ্রামের স্কুল থেকে পাশ করে মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজে ভর্তি হন।

০৬ ২০
তার পর ওষুধ ব্যবসায় হাত লাগান তিনি। কলকাতা থেকে ওষুধ তৈরির প্রশিক্ষণ নেন।

তার পর ওষুধ ব্যবসায় হাত লাগান তিনি। কলকাতা থেকে ওষুধ তৈরির প্রশিক্ষণ নেন।

০৭ ২০
প্রশিক্ষণ নিয়ে মুম্বই এসে তিনি এক ইউরেপীয় সংস্থায় কাজে যোগ দেন। খুব দ্রুত কর্মোন্নতি হয় তাঁর। ওই সংস্থারই উচু পদে তাঁকে নিয়োগ করা হয়। দেশীয় চিন্তায় সম্পৃক্ত নাগেশ্বর ইউরোপীয় সংস্থায় কাজ করতে পছন্দ করতেন না।

প্রশিক্ষণ নিয়ে মুম্বই এসে তিনি এক ইউরেপীয় সংস্থায় কাজে যোগ দেন। খুব দ্রুত কর্মোন্নতি হয় তাঁর। ওই সংস্থারই উচু পদে তাঁকে নিয়োগ করা হয়। দেশীয় চিন্তায় সম্পৃক্ত নাগেশ্বর ইউরোপীয় সংস্থায় কাজ করতে পছন্দ করতেন না।

০৮ ২০
তিনি কলকাতায় নেওয়া প্রশিক্ষণ কাজে লাগাতে শুরু করেন। কয়েক দিনের মধ্যে অম্রুতাঞ্জনের ফর্মুলা আবিষ্কার করে ফেলেন।

তিনি কলকাতায় নেওয়া প্রশিক্ষণ কাজে লাগাতে শুরু করেন। কয়েক দিনের মধ্যে অম্রুতাঞ্জনের ফর্মুলা আবিষ্কার করে ফেলেন।

০৯ ২০
১৮৯৩ সালে মুম্বইয়ে তিনি নিজের কোম্পানি গঠন করেন। ঈষৎ হলুদ রঙের কড়া গন্ধযুক্ত মাথাব্যথার বাম অম্রুতাঞ্জন প্রস্তুত করতে শুরু করেন।

১৮৯৩ সালে মুম্বইয়ে তিনি নিজের কোম্পানি গঠন করেন। ঈষৎ হলুদ রঙের কড়া গন্ধযুক্ত মাথাব্যথার বাম অম্রুতাঞ্জন প্রস্তুত করতে শুরু করেন।

১০ ২০
যে কোনও ব্যবসা দাঁড় করানো খুব কঠিন। প্রথম দিকে প্রচুর শ্রম দিতে হয়। নাগেশ্বরও এর ব্যতিক্রম ছিলেন না।

যে কোনও ব্যবসা দাঁড় করানো খুব কঠিন। প্রথম দিকে প্রচুর শ্রম দিতে হয়। নাগেশ্বরও এর ব্যতিক্রম ছিলেন না।

১১ ২০
প্রথম প্রথম বিনামূল্যে এই মাথাব্যথার বাম তিনি জনে জনে বিতরণ করতে শুরু করেন। ঠিক একই কৌশল নিয়েছিলেন জামা কাপড় ধোওয়ার পাউডার ‘নিরমা’র মালিক কারসানভাই পটেলও।

প্রথম প্রথম বিনামূল্যে এই মাথাব্যথার বাম তিনি জনে জনে বিতরণ করতে শুরু করেন। ঠিক একই কৌশল নিয়েছিলেন জামা কাপড় ধোওয়ার পাউডার ‘নিরমা’র মালিক কারসানভাই পটেলও।

১২ ২০
অম্রুতাঞ্জন দ্রুত তার ম্যাজিক দেখাতে শুরু করল। অল্প কয়েক দিনের মধ্যেই বিপুল জনপ্রিয়তা পেল তা।

অম্রুতাঞ্জন দ্রুত তার ম্যাজিক দেখাতে শুরু করল। অল্প কয়েক দিনের মধ্যেই বিপুল জনপ্রিয়তা পেল তা।

১৩ ২০
খুব কম টাকায় এই বাম বিক্রি করতে শুরু করলেন নাগেশ্বর। দেখতে না দেখতেই নাগেশ্বরের জীবনেও ম্যাজিক করল অম্রুতাঞ্জন।

খুব কম টাকায় এই বাম বিক্রি করতে শুরু করলেন নাগেশ্বর। দেখতে না দেখতেই নাগেশ্বরের জীবনেও ম্যাজিক করল অম্রুতাঞ্জন।

১৪ ২০
ব্যবসায় তিনি প্রতিপত্তি জমানোর পর তেলুগু মানুষদের পাশে দাঁড়ান তিনি। তেলুগু মানুষদের জন্য পৃথক রাজ্যের প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করতেন।

ব্যবসায় তিনি প্রতিপত্তি জমানোর পর তেলুগু মানুষদের পাশে দাঁড়ান তিনি। তেলুগু মানুষদের জন্য পৃথক রাজ্যের প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করতেন।

১৫ ২০
মুম্বইয়ে ছিল তাঁর ব্যবসা। সেখানেই তিনি পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্য লোকবল বাড়াতে শুরু করেন। ‘অন্ধ্র পত্রিকা’ নামে এক সংবাদপত্রও চালু করে দেন।

মুম্বইয়ে ছিল তাঁর ব্যবসা। সেখানেই তিনি পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্য লোকবল বাড়াতে শুরু করেন। ‘অন্ধ্র পত্রিকা’ নামে এক সংবাদপত্রও চালু করে দেন।

১৬ ২০
তাঁর পত্রিকাও তেলুগু মানুষদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। নতুন রাজ্যের ওই আন্দোলনে মুখ্য ভূমিকা নিয়েছিলেন তিনি। ১৯২৪ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত অন্ধ্র স্টেট কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট ছিলেন তিনি।

তাঁর পত্রিকাও তেলুগু মানুষদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। নতুন রাজ্যের ওই আন্দোলনে মুখ্য ভূমিকা নিয়েছিলেন তিনি। ১৯২৪ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত অন্ধ্র স্টেট কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট ছিলেন তিনি।

১৭ ২০
১৯৩৭ সালে মুম্বইয়ে তাঁর বাড়িতেই তেলুগু নেতারা বৈঠক করেন এবং পৃথক রাজ্য নিয়ে যাবতীয় পরিকল্পনা করেন। তাঁর সক্রিয় ভূমিকার জন্য তিনি ‘দেশোদ্ধারাকা’ নামে পরিচিত হন।

১৯৩৭ সালে মুম্বইয়ে তাঁর বাড়িতেই তেলুগু নেতারা বৈঠক করেন এবং পৃথক রাজ্য নিয়ে যাবতীয় পরিকল্পনা করেন। তাঁর সক্রিয় ভূমিকার জন্য তিনি ‘দেশোদ্ধারাকা’ নামে পরিচিত হন।

১৮ ২০
কিন্তু ব্রিটিশদের হাত থেকে ভারতকে মুক্ত করা এবং স্বাধীনতা পরবর্তী কাজকর্মের জন্য পৃথক অন্ধ্রপ্রদেশের দাবি অনেক বছর ধামাচাপা হয়ে গিয়েছিল।

কিন্তু ব্রিটিশদের হাত থেকে ভারতকে মুক্ত করা এবং স্বাধীনতা পরবর্তী কাজকর্মের জন্য পৃথক অন্ধ্রপ্রদেশের দাবি অনেক বছর ধামাচাপা হয়ে গিয়েছিল।

১৯ ২০
১৯৫২ সালে পৃথক রাজ্য ঘোষিত হয় অন্ধ্রপ্রদেশ। কিন্তু দুর্ভাগ্যবশত তার আগেই ১৯৩৮ সালে মৃত্যু হয় তাঁর।

১৯৫২ সালে পৃথক রাজ্য ঘোষিত হয় অন্ধ্রপ্রদেশ। কিন্তু দুর্ভাগ্যবশত তার আগেই ১৯৩৮ সালে মৃত্যু হয় তাঁর।

২০ ২০
নাগেশ্বরের মৃত্যু হলেও তাঁর স্বপ্ন, তাঁর পাবলিশিং হাউস, তাঁর লাইব্রেরি এবং সর্বোপরি ভারতবাসীর প্রিয় মাথাব্যথার বাম অম্রুতাঞ্জন অমর হয়েই রয়ে গিয়েছে।

নাগেশ্বরের মৃত্যু হলেও তাঁর স্বপ্ন, তাঁর পাবলিশিং হাউস, তাঁর লাইব্রেরি এবং সর্বোপরি ভারতবাসীর প্রিয় মাথাব্যথার বাম অম্রুতাঞ্জন অমর হয়েই রয়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy