Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বন্ধ পলিসি চালুতে বাড়তি সময়

সময়ে প্রিমিয়াম না দেওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়া জীবন বিমা প্রকল্প ফের চালু করা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে নিয়ম শিথিল করতে চলেছে আইআরডিএ। বৃহস্পতিবার কলকাতায় এ কথা জানান বিমা নিয়ন্ত্রকের সদস্য নীলেশ সাঠে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮ ০১:২০
Share: Save:

সময়ে প্রিমিয়াম না দেওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়া জীবন বিমা প্রকল্প ফের চালু করা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে নিয়ম শিথিল করতে চলেছে আইআরডিএ। বৃহস্পতিবার কলকাতায় এ কথা জানান বিমা নিয়ন্ত্রকের সদস্য নীলেশ সাঠে।

এ দিন শহরে মার্চেন্ট চেম্বার অব কমার্সের এক সভায় তিনি জানান, মার্চের মধ্যেই বিমা গ্রাহকদের নতুন কিছু সুবিধা দিতে একাধিক পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে আইআরডিএ। যেমন, এখন প্রিমিয়াম না দেওয়ার কারণে জীবন বিমা পলিসি বাতিল হলে, তা ফের দু’বছরের মধ্যে চালু করা যায়। তার পরে আর নয়। কিন্তু প্রস্তাবিত নতুন নিয়মে ওই সময়সীমা পাঁচ বছর করার কথা রয়েছে।

এ ছাড়া, বর্তমানে মেয়াদ পূর্তির পরে বিমার টাকার পুরোটাই সাধারণত থোকে পান গ্রাহক। নতুন নিয়মে ইচ্ছে হলে তা কিস্তিতে নেওয়ার সুযোগ থাকবে। যে অর্থ বিমা সংস্থার ঘরে থাকবে, তার জন্য মিলবে সুদ বা অন্য আর্থিক সুবিধাও। তবে আর্থিক সুবিধা কেমন হবে, তা ঠিক হবে বিমা সংস্থা এবং গ্রাহকের মধ্যে চুক্তির মাধ্যমে।

চালু হতে চলেছে আরও একটি নিয়ম। অনেক গ্রাহকই বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি কেনার জন্য ঋণ নেওয়ার পরে সম পরিমাণ টাকার বিমা করেন। যাতে গ্রাহকের মৃত্যু বা অন্য কোনও কারণে ঋণ শোধ করা না গেলে, বিমা থেকে তা শোধ করা যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, ঋণের থেকে বেশি অঙ্কের বা মেয়াদের পলিসি কিনতে হয় তাঁকে। নতুন নিয়মে ঋণের সম পরিমাণ টাকা এবং একই মেয়াদের পলিসি বাজারে ছাড়ার পথ আরও প্রশস্ত করা হবে।

সাঠে জানান, নতুন নিয়মগুলি চালুর বিষয়টি খতিয়ে দেখে সুপারিশ করতে তৈরি কমিটি ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়েছে। পুরো বিষয়টি বিশদে দেখে চলতি অর্থবর্ষেই নতুন নিয়ম চালু করতে চায় আইআরডিএ।

অন্য বিষয়গুলি:

Insurance Policy IRDA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE