বিমা ক্ষেত্রকে আরও বেশি চাঙ্গা করতে বাজেটে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দরজা পুরোপুরি খুলে দিলেন তিনি। এতে বিমা সংস্থাগুলি আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী হবে বলে যুক্তি দিয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী।
আরও পড়ুন:
শনিবার, ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। বাজেট বক্তৃতায় তিনি বলেন, ‘‘বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই) পরিমাণ ১০০ শতাংশ করা হবে।’’ এত দিন পর্যন্ত বিমায় এফডিআইয়ের সর্বোচ্চ মাত্রা ছিল ৭৪ শতাংশ।
বিমায় ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ একটি শর্তের কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, যে সমস্ত বিমা সংস্থা তাদের সম্পূর্ণ প্রিমিয়াম এ দেশে লগ্নি করবেন, তাঁদের ক্ষেত্রে বর্ধিত এফডিআইয়ের নিয়ম প্রযোজ্য হবে।
আরও পড়ুন:
ভারতের বিমা সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করে ‘ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া’ বা আইআরডিএআই। কেন্দ্রীয় সরকারি এই প্রতিষ্ঠানের ২০৪৭ সালের মধ্যে সকলের জন্য বিমা চালু করার উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে। আইআরডিএআইয়ের দাবি, ভারতের আমজনতার একটি বড় অংশের বিমা যোগ্য আয় রয়েছে।
আর্থিক বিশ্লেষকদের একাংশ জানিয়েছেন, বিমা ক্ষেত্রে এফডিআইয়ের সংস্কারের জেরে বাড়বে মূলধনের পরিমাণ। সে ক্ষেত্রে ২০৪৭ সালের মধ্যে ওই লক্ষ্যমাত্রায় পৌঁছনো আইআরডিএআইয়ের পক্ষে সহজ হবে বলে জানিয়েছেন তাঁরা।