চলতি মাসের মধ্যেই সব গ্রাহকের রান্নার গ্যাসে আধার সংযোগ (ই-কেওয়াইসি) সম্পূর্ণ করতে হবে বলে ডিস্ট্রিবিউটরদের নির্দেশ দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল (আইওসি)। সূত্রের খবর, গত অক্টোবরে মৌখিক নির্দেশে ৩১ মার্চের মধ্যে এই কাজ শেষ করতে বলা হয়েছিল। তা কতটা এগিয়েছে খতিয়ে দেখতে বৃহস্পতিবার ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আইওসি-র কর্তারা। সেখানেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে পক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
যদিও এই ‘নির্দিষ্ট সময়’ বলতে নির্দিষ্ট তারিখ কিংবা কোনও লিখিত নির্দেশ অন্তত শুক্রবার পর্যন্ত তেল বিপণন সংস্থার কাছ থেকে ডিস্ট্রিবিউটর সংস্থাগুলি পায়নি বলেই জানা গিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, বর্তমানে রাজ্যের মোট এলপিজি গ্রাহকের কমবেশি ৬৫ শতাংশের এই কাজ সম্পূর্ণ হয়েছে। ফলে মাস খানেকের মধ্যে এই কাজ শেষ করা কঠিন। তবে একাংশ মনে করাচ্ছে, গত অক্টোবরে খোদ কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছিলেন, এ ক্ষেত্রে আধার সংযোগের কোনও সময়সীমা নেই।
অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর্স ফেডারেশনের সহ-সভাপতি বিজন বিশ্বাস বলেন, ‘‘মন্ত্রক মৌখিক ভাবে সময়সীমা বেঁধেছে। কিন্তু বহু গ্রাহকের গ্যাসে আধার যোগ বাকি। বিভিন্ন কারণে অনেকেই এটা করছেন না। এ বার আমাদের উপর চাপ দেওয়া হচ্ছে এই কাজ শেষ করার জন্য। ৬ মার্চের বৈঠকে আইওসি জোর দিয়েছে এ ব্যাপারে। বয়স্কদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে আধার সংযোগ করার প্রস্তাবও দিয়েছে। যাঁরা এখনও করেননি, তাঁরা দ্রুত করে নিন।’’ ইন্ডিয়ান অয়েল অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করেনি। অন্য দিকে, ভারত পেট্রোলিয়ামের পক্ষ থেকে অবশ্য এমন কোনও নির্দেশ এখনও আসেনি, জানিয়েছেন ভারত গ্যাস অ্যাসোসিয়েশনের সিনিয়র ভিপি সুকোমল সেন।
বিজন আরও জানিয়েছেন, বিভিন্ন কারণে বহু গ্রাহকের ব্যাঙ্ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে তাঁরা ঠিকঠাক গ্যাসের ভর্তুকি পাচ্ছেন না। তাই দ্রুত এই সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)