Advertisement
০৫ নভেম্বর ২০২৪

রাশিয়ার তেল সংস্থার অংশীদারি কিনতে কথা চালাচ্ছে ভারতীয় সংস্থাগুলি

রাশিয়ার তেল সংস্থা রোজনেফ্টের অংশীদারি কেনার কথা ভাবছে বিভিন্ন ভারতীয় সংস্থা। কেন্দ্রীয় তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃহস্পতিবার এ কথা জানিয়ে বলেন, ১,১০০ কোটি ডলারের ওই অংশীদারি কিনতে এখন কথাবার্তা চালাচ্ছে বিদেশে ওএনজিসি-র শাখা সংস্থা ওএনজিসি বিদেশ (ওভিএল)।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুন ২০১৬ ১২:২৩
Share: Save:

রাশিয়ার তেল সংস্থা রোজনেফ্টের অংশীদারি কেনার কথা ভাবছে বিভিন্ন ভারতীয় সংস্থা। কেন্দ্রীয় তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃহস্পতিবার এ কথা জানিয়ে বলেন, ১,১০০ কোটি ডলারের ওই অংশীদারি কিনতে এখন কথাবার্তা চালাচ্ছে বিদেশে ওএনজিসি-র শাখা সংস্থা ওএনজিসি বিদেশ (ওভিএল)। অন্যান্য সংস্থা পরে আলোচনায় যোগ দেবে। উল্লেখ্য, বাজেট ঘাটতি কমাতে রোজনেফ্টের শেয়ার বিক্রির কথা ভাবছে রাশিয়ার সরকার। মূলত ভারত ও চিনের সংস্থাগুলির কাছে তেল সংস্থাটির ১৯.৫% বিক্রির কথা চালাচ্ছে তারা।

এর আগে গত সপ্তাহেই রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল ক্ষেত্র ভাঙ্কোরের ২৩.৯% অংশীদারি কিনছে তিন ভারতীয় সংস্থার কনসোর্টিয়াম। এ জন্য রোজনেফ্ট-এর সঙ্গে চুক্তি করেছে ইন্ডিয়ান অয়েল, অয়েল ইন্ডিয়া এবং ভারত পেট্রো-রিসোর্সেস। মোট লগ্নির পরিমাণ ২১০ কোটি ডলার (প্রায় ১৪,০৭০ কোটি টাকা)। রোজনেফ্টের শাখা ভাঙ্কোরনেফ্টের থেকে ওই অংশীদারি হাতে নেবে সংশ্লিষ্ট কনসোর্টিয়াম। ইন্ডিয়ান অয়েল এবং অয়েল ইন্ডিয়া পাবে সমান ৮% করে অংশীদারি। আর ভারত পেট্রোলিয়ামের শাখাটির হাতে আসবে ৭.৮%। আগামী সেপ্টেম্বরেই এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন মিলবে বলে আশা সংস্থাগুলির।

অন্য বিষয়গুলি:

Rosneft Indian companies share
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE