Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ভারতে ফোর জির গতি অনেকটাই কম, বলছে সমীক্ষা

নেট স্পিড নিয়ে গ্রাহকদের অভিযোগের সারবত্তা রয়েছে বলে জানিয়েছে ব্রিটেনের সংস্থা ওপেন সিগন্যাল। তাদের সাম্প্রতিকতম সমীক্ষায় ধরা পড়েছে ৭৭ দেশের মধ্যে ভারতেই সবচেয়ে কম ফোর জি নেটের গতি।

ভারতে সবচেয়ে বেশি ফোর জি নেট গতি জিও–র.

ভারতে সবচেয়ে বেশি ফোর জি নেট গতি জিও–র.

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৪
Share: Save:

মোবাইল কিয়স্কগুলোতে বড় বড় করে লেখা ফোর জি। অফারের বন্যা। গ্রাহকদের তুষ্ট করতে যে টেলিকম সংস্থাগুলি কতটা মরিয়া তার প্রমাণ দিতে সব সময় চলছে প্রতিযোগিতা। এ সবই ভারতীয় মোবাইল পরিষেবার জগতের আধুনিক চিত্র।

কিন্তু তাতেও ইন্টারনেটের স্পিড নিয়ে অভিযোগের শেষ ছিল না। ফোর জির গতি নিয়ে গ্রাহকদের যে সব অভিযোগ এত দিন শোনা যাচ্ছিল, তাতেই যেন সিলমোহর পড়ে গেল এ বার।

নেট স্পিড নিয়ে গ্রাহকদের অভিযোগের সারবত্তা রয়েছে বলে জানিয়েছে ব্রিটেনের সংস্থা ওপেন সিগন্যাল। তাদের সাম্প্রতিকতম সমীক্ষায় ধরা পড়েছে ৭৭ দেশের মধ্যে ভারতেই সবচেয়ে কম ফোর জি নেটের গতি।

আরও পড়ুন: বাজারে এল রেডমির নোট ৫ প্রো, জেনে নিন ফিচার

বিশ্বের গড় হিসেব বলছে ফোর জি গতি গত ছ’‌মাসে ১৬.‌২ এমবিপিএস থেকে ১৬.‌৬ এমবিপিএস হয়েছে। সেখানে ভারতে গড় ডাউনলোড স্পিড মাত্র ৬.‌১ এমবিপিএস। গত ছ’‌মাসে প্রত্যেক দেশেই নেট স্পিড বেড়েছে। যদিও রিপোর্টে বলছে, কোনও দেশেই সর্বোচ্চ ফোর জি নেটের গতি ৫০ এমবিপিএস স্পর্শ করতে পারেনি।

সমীক্ষায় ধরা পড়েছে, সবচেয়ে বেশি গড় ফোর জি নেট স্পিড সিঙ্গাপুরে, ৪৫ এমবিপিএস। ওপেন সিগন্যালের মতে, এখনও ভারতে সবচেয়ে বেশি ফোর জি নেট গতি জিও–র। গত ছ’‌মাসে প্রায় ৫০ শতাংশ নেট-গতি বেড়েছে তাদের। ৩.‌৯ এমবিপিএস থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ৫.‌৮ এমবিপিএসে। সে তুলনায় এয়ারটেল, আইডিয়া, ভোডাফোন বা বিএসএনএল এখন অনেকটাই পিছিয়ে।

অন্য বিষয়গুলি:

4G Reliance Jio Jio Internet OpenSignal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE