আর মাত্র এক মাস। ৩১ মার্চ শেষ হবে ২০২৪-’২৫ আর্থিক বছর। নতুন অর্থবর্ষে (পড়ুন ২০২৫-’২৬) কবে থেকে জমা দেওয়া যাবে আয়কর রিটার্ন (ইনকাম ট্যাক্স রিটার্ন বা আইটিআর)? এ বছর বদলাচ্ছে কোন কোন নিয়ম? আনন্দবাজার অনলাইনের এই প্রতিবেদনে রইল তার হদিস।
নিয়ম অনুযায়ী, এ বার ২০২৫-’২৬ মূল্যায়ন বছরের জন্য রিটার্ন জমা করবেন করদাতারা। সূত্রের খবর, ১ এপ্রিল থেকে আইটিআর জমা দিতে পারবেন তাঁরা। গত কয়েক বছরের মতো অফলাইন এবং অনলাইন দু’ভাবে এই তথ্য আয়কর দফতরকে পাঠানো যাবে।
রিটার্ন জমা করার জন্য আয়কর দফতরের থেকে বিভিন্ন ধরনের ফর্ম দেওয়া হয়। সেই তালিকায় প্রথমেই রয়েছে আইটিআর-১ বা সহজ। বার্ষিক আয় ৫০ লক্ষ টাকা পর্যন্ত হলে এই ফর্মের মাধ্যমে দিতে হবে রিটার্ন জমা। বেতনভোগী, পেনশন প্রাপক, বাড়ি বা অন্যান্য সম্পত্তি এবং সুদ থেকে আয় করা ব্যক্তিরা এর মাধ্যমে আয়করের তথ্য সংশ্লিষ্ট দফতরকে জানাতে পারবেন।
আইটিআর-১ নম্বর ফর্মের মাধ্যমে কোনও ব্যক্তি মূলধনী লাভ, ব্যবসা থেকে আয় বা বিদেশি সম্পত্তির সংক্রান্ত তথ্য আয়কর দফতরকে জানাতে পারবেন না। হিন্দু যৌথ পরিবারের জন্য রয়েছে আইটিআর-২ নম্বর ফর্ম। এছাড়া চাকরি বা ব্যবসা থেকে যাঁদের কোনও আয় নেই, তাঁরা এর মাধ্যমে জমা করবেন রিটার্ন।
আরও পড়ুন:
মূলধনী লাভ, একাধিক বাড়ি থেকে আয়, চিকিৎসক ও আইনজীবীর মতো পেশাদার এবং ব্যবসায়ীরা আইটিআর-৩ নম্বর ফর্মের মাধ্যমে জমা করবেন রিটার্ন। ছোট ব্যবসায়ীরা আবার আয়কর রিটার্ন জমা করবেন আইটিআর-৪ নম্বর ফর্মের মাধ্যমে।
হিন্দু যৌথ পরিবার এবং চাকরিজীবীদের মধ্যে যাঁরা ৪৪এডি, ৪৪এডিএ বা ৪৪এই ধারার অধীনে অনুমানমূলক কর ব্যবস্থা বেছে নিয়েছেন, তাঁরাও আইটি রিটার্ন জমা করবেন চার নম্বর ফর্ম পূরণে মাধ্যমে। এছাড়া আইটিআর পাঁচ, ছয় এবং সাত নম্বর ফর্ম রয়েছে।