ভারতের বাজারে পা রাখতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ধনকুবের শিল্পপতি ইলন মাস্ক। চলতি বছরে থেকেই এ দেশে ব্যাটারিচালিত গাড়ি (ইলেকট্রিক ভেহিকেল বা ইভি) টেসলা বিক্রি করার পরিকল্পনা রয়েছে তাঁর। শুধু তা-ই নয়, এর জন্য ভারতীয়দের নিয়োগ করবে তাঁর সংস্থা। সেই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে টেসলা। কারা করতে পারবেন আবেদন? মাস্কের সংস্থা টেসলায় চাকরি করতে লাগবে কী কী শিক্ষাগত যোগ্যতা? এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।
সূত্রের খবর, মূলত প্রযুক্তিগত কাজের দক্ষতা থাকা প্রার্থীদের নিয়োগ করবে টেসলা। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি নতুন কিছু তৈরি করার খিদে কতটা তা খতিয়ে দেখবেন মাস্কের সংস্থার কর্তাব্যক্তিরা। চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই গুরুত্ব পাবে। তবে সেই সঙ্গে তাঁদের বাস্তব অভিজ্ঞতা এবং সৃজনশীলতা বিচার করে নিয়োগ করবে টেসলা।
আরও পড়ুন:
মাস্কের জারি করা বিজ্ঞপ্তিতে অন্তত ১৩টি পদের কথা বলা হয়েছে। সেই তালিকায় প্রথমেই রয়েছে বৈদ্যুতিক প্রকৌশলী। এতে আবেদন করার জন্য ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক বা স্নাতকোত্তরের ডিগ্রি থাকতে হবে। ইভির নকশা, গাড়ির ভিতরের ব্যাটারির ব্যবস্থাপনার মতো জটিল কাজের দায়িত্ব পালন করতে হবে সংশ্লিষ্ট পদের চাকরিপ্রাপককে।
এ ছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ার এবং রোবোটিক্স ইঞ্জিনিয়ারদের নিয়োগ করবে মাস্কের সংস্থা টেসলা। এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, হিসাবরক্ষক, মার্কেটিং বা সেল্ফ এগ্জ়িকিউটিভের মতো পদেও নিয়োগের পরিকল্পনা করেছে বহুজাতিক অটোমোবাইল সংস্থাটি। ওই ধরনের পদে এমবিএ ডিগ্রিপ্রাপ্তেরা আবেদন করতে পারবেন।
চাকরিপ্রার্থীরা টেসলার অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন। এ ছাড়া লিঙ্কডইন এবং তৃতীয় পক্ষের পোর্টালের মাধ্যমেও মাস্কের সংস্থায় চাকরির জন্য আবেদন করা যাবে। যোগ্য প্রার্থীদের বেছে নিতে টেসলা কর্তৃপক্ষ লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট নিতে পারে। যদিও তার দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।