প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) নথি থেকে লেনদেনহীন অতিরিক্ত অ্যাকাউন্ট বাতিল করতে উদ্যোগী হয়েছেন পিএফ কর্তৃপক্ষ। নতুন মঞ্জুর করা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (ইউএএন) এবং আধার নম্বরকে হাতিয়ার করেই এই কাজ করতে চান পিএফ কর্তৃপক্ষ।
সম্প্রতি কলকাতায় কেন্দ্রীয় চিফ প্রভিডেন্ট ফান্ড কমিশনার ভি পি জয় জানান, ‘‘বর্তমানে প্রভিডেন্ট ফান্ডের মোট অ্যাকাউন্টের সংখ্যা ১৫ কোটি। কিন্তু এর মধ্যে ৯ কোটি অ্যাকাউন্টই অতিরিক্ত।’’ শুধু তা-ই নয়। এর মধ্যে এমন বহু অ্যাকাউন্ট রয়েছে, যেখান থেকে কেউ জমা টাকা তোলার আবেদনও করেন না।
বহু ক্ষেত্রে একই ব্যক্তির নামে একাধিক অ্যাকাউন্ট নম্বর থাকার ফলেই জমে উঠেছে অতিরিক্ত অ্যাকাউন্টের এই পাহাড়। অনেক সময় এক জন ব্যক্তি চাকরি বা সংস্থা পরিবর্তন করলে, তাঁর পিএফের অ্যাকাউন্ট নতুন সংস্থায় স্থানাম্তরিত না করে নতুন অ্যাকাউন্ট খোলেন। ফলে পুরনো অ্যাকাউন্টটি লেনদেনহীন অবস্থায় পড়ে থাকে। এই ভাবেই দীর্ঘকাল ধরে ক্রমশ বৃদ্ধি পেয়েছে লেনদেনহীন অ্যাকাউন্টের সংখ্যা। ইউএএন নম্বর চালু হওয়ার পরে ছবি অবশ্য অনেকটা পাল্টেছে। পিএফের যে সব সদস্যের ইউএএন নম্বর আছে, তাঁরা সংস্থা পরিবর্তন করলেও তাঁদের পুরনো অ্যাকাউন্টের টাকা সেখানে পড়ে থাকার সম্ভাবনা নেই।
জয় জানান, সারা দেশে পিএফের সমস্ত অ্যাকাউন্টের তথ্য দিল্লির কেন্দ্রীয় দফতরে রাখার ব্যবস্থা করতে তাঁরা পরিকল্পনা করেছেন। আগামী মাস দু’য়েকের মধ্যেই এই পরিকল্পনা রূপায়িত করা হবে বলে তাঁর দাবি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy