Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Auto

বাজারে এল হন্ডার নতুন রেসিং বাইক, দাম ২ লক্ষ ৪৯ হাজার টাকা

হন্ডার এই রেসিং বাইকটির নাম সিবি৩০০আর।

হন্ডার নতুন রেসিং বাইক সিবি৩০০আর। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

হন্ডার নতুন রেসিং বাইক সিবি৩০০আর। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

সংবাদ সংস্থা 
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩২
Share: Save:

ভারতের বাজারে নতুন রেসিং বাইক লঞ্চ করল হন্ডা। হন্ডার এই রেসিং বাইকটির নাম সিবি৩০০আর। ভারতের বাজারে এই গাড়িটির দাম রাখা হয়েছে ২ লক্ষ ৪১ হাজার টাকা। লঞ্চ করার কয়েক সপ্তাহ আগে থেকেই বুকিং নেওয়া শুরু করেছিল হন্ডা। এ দিন তারা জানাল ২০১৯-এর মার্চ মাস থেকে ডেলিভারি করা হবে বাইকটি।

হন্ডার এই নতুন বাইক বাজারে এলে বাজাজ ডমিনেটর, কেটিএম ৩৯০ ডিউক, রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ বাইকগুলি কড়া প্রতিযোগিতার মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতের বাজারে এই বাইক লাল ও ম্যাট গ্রে রঙে পাওয়া যাবে। এতে থাকবে ২৮৬ সিসির সিঙ্গল সিলিন্ডার। সর্বাধিক ১০ লিটার পেট্রল ভরা যাবে এই বাইকে। এলইডি আলোয় সজ্জিত এই বাইকের উচ্চতা ২.৬ ফুট মতো। অর্থাত্ মাঝারি উচ্চতার ব্যক্তিরাও অনায়াসে চালাতে পারবেন এই বাইক।

রেসিং বাইকের বাজার ধরতে এই বাইককেই পাখির চোখ করছে হন্ডা।

আরও পড়ুন: লগ্নিতে ধারাবাহিকতার আশ্বাস শিল্প মহলের

(সোনা, রূপোর দাম হোক বা পেট্রোল, ডিজেলের দাম - সব তথ্য দেখতে পড়ুন আমাদেরব্যবসাবিভাগ।)

অন্য বিষয়গুলি:

Auto Honda CB300R
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE