গ্রাহক চাইলেই ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে হবে। এমনকী নতুন সংযোগের জন্য যে-টাকা দিতে হয়, তা একলপ্তে না-মেটালেও চলবে। সে ক্ষেত্রে গ্রাহক ৫ বছর ধরে কিস্তিতে সেই টাকা দেওয়ার সুযোগ পাবেন। প্রতিটি মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে দেশ জুড়ে এমনই প্রকল্প চালুর পরিকল্পনা করেছে কেন্দ্র।
দারিদ্রসীমার নীচে বসবাসকারী (বিপিএল) পরিবারগুলি এখন নিখরচায় বিদ্যুৎ সংযোগ পায়। কিন্তু ওই সীমার কিছুটা উপরে, অথচ সংসার চালাতে অর্থের টানাটানি আছে, এ বার এমন পরিবারের জন্য কিস্তিতে সংযোগের খরচ মেটানোর সুযোগ দিতে এই পরিকল্পনা করেছে সরকার। তবে রাজ্যগুলিতে তা চালুর প্রক্রিয়া নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। নিখরচায় বিদ্যুৎ দিতে রাজ্যের বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলিকে অর্থ বরাদ্দ করে কেন্দ্র। নয়া ব্যবস্থাতেও তাদেরই বাড়তি বরাদ্দ করা হবে বলে মনে করছেন বিদ্যুৎ-কর্তারা।
বিদ্যুৎ মন্ত্রক সূত্রে খবর, সংযোগের আবেদনপত্রও আরও সরল করা হচ্ছে। যেখানে আধার, মোবাইল নম্বর-সহ কিছু তথ্য দিলেই হবে। মন্ত্রকের এক কর্তার দাবি, আগামী দিনে বিদ্যুৎকর্মীদের গ্রাহকের বাড়িতে গিয়ে আবেদনপত্র পূরণ করে নিয়ে এসে সংযোগের ব্যবস্থা করতেও বলা হবে। কারণ, বহু পরিবার এ ব্যাপারে সাহস করে এগোয় না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy