মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিচেন ক্যাবিনেটের সদস্য ইলন মাস্কের নজরে ভারতের বাজার। এ দেশে ব্যাটারিচালিত গাড়ি (ইলেকট্রনিক্স ভেহিকেল বা ইভি) টেসলাকে নিয়ে আসার পরিকল্পনা করছেন তিনি। মাস্কের সংস্থার তৈরি চার চাকাগুলি কিনতে লাগবে কত টাকা? এই ইস্যুতে তুঙ্গে উঠেছে জল্পনা।
টেসলাকে ভারতের বাজারে নিয়ে এলে আমদানি শুল্কে ২০ শতাংশ ছাড় পাবেন মাস্ক। মূলধনী বাজার সংস্থা সিএলএসএর দাবি, তার পরও পরিবেশবান্ধব ওই মার্কিন গাড়ির দাম দাঁড়াবে ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা। ফলে মধ্যবিত্তদের ক’জন মাস্কের গাড়ি কিনতে পারবেন, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
আরও পড়ুন:
রিপোর্ট অনুযায়ী, বর্তমানে টেসলার সবচেয়ে সস্তা তিন নম্বর মডেলটির আমেরিকার বাজারে কারখানা পর্যায়ের দাম ৩৫ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩০.৪ লক্ষ ডলার। মাস্কের এই পরিবেশবান্ধব গাড়িটির ক্ষেত্রে আমদানি শুল্ক সরকার ১৫ থেকে ২০ শতাংশ হ্রাস করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তবে গাড়ি কেনার ক্ষেত্রে কিছু অতিরিক্ত খরচ রয়েছে। এর মধ্যে রাস্তার কর এবং বিমা উল্লেখযোগ্য। সিএলএসএ জানিয়েছে, সব কিছু যোগ-বিয়োগ করে টেসলার সবচেয়ে সস্তা মডেলটির দাম দাঁড়াবে আনুমানিক ৪০ হাজার ডলার। যেটা ভারতীয় মুদ্রায় ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা।
মূলধনী বাজার সংস্থাটির কর্তা-ব্যক্তিরা মনে করছেন, টেসলার সবচেয়ে সস্তা তিন নম্বর মডেলটির দাম এ দেশের বৈদ্যুতিন গাড়ির বাজারে পা জমিয়ে ফেলা মাহিন্দ্রার এসইভি ৯ই, হুন্ডাইয়ের ই-ক্রেটা এবং মারুজি সুজ়ুকির ই-ভিটার মতো মডেলগুলির তুলনায় ২০ থেকে ৫০ শতাংশ বেশি হবে। ফলে মাস্কের ব্যাটারিচালিত গাড়ি এখানে এলে এই সমস্ত সংস্থাগুলি মার খাওয়ার সম্ভাবনা খুবই কম।
আরও পড়ুন:
টেসলাকে নিয়ে প্রকাশিত রিপোর্টে এর কারণ ব্যাখ্যা করেছে সিএলএসএ। সেখান বলা হয়েছে, এ দেশের বাজারে পরিবেশবান্ধব ব্যাটারিচালিত গাড়ির বিক্রি এখনও চিন, আমেরিকা এবং ইউরোপের তুলনায় অনেকটাই কম। ভারতীয়রা পেট্রল, ডিজেল বা হাইব্রিড মডেলের চার চাকাই বেশি পছন্দ করেন। মাস্কের গাড়ি দ্রুত ক্রেতাদের মন জয় করতে পারবে, এমনটা নয়।
সূত্রের খবর, আগামী কয়েক মাসের মধ্যে দিল্লি এবং মুম্বইতে ব্যাটারিচালিত গাড়ি নিয়ে হাজির হবে টেসলা। কারণ, ভারতের বাজারে আনুষ্ঠানিক ভাবে বিনিয়োগ শুরু করেছেন মাস্ক। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বহুজাতিক ইভি জায়ান্টটি সমাজমাধ্যম প্ল্যাটফর্ম ‘লিঙ্কডইন’-এ একটি চাকরির তালিকা পোস্ট করে। সেখানে মুম্বই মেট্রোপলিটান এলাকার কনজ়্যুমার এনগেজমেন্ট ম্যানেজার পদে নিয়োগের কথা বলা রয়েছে।