দেশের শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভের কর্ণধার হিসেবে সুদ কমানোর সিদ্ধান্ত কেন নিচ্ছেন না জেরোম পাওয়েল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী সম্প্রতি শুল্ক বিতর্কের মধ্যে তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়ার ইঙ্গিতও দেন তিনি। কিন্তু চাপের মুখে পড়ে কয়েক দিনের মধ্যেই সেই বক্তব্য পিছু হঠলেন ট্রাম্প। মঙ্গলবার ভারতীয় সময় গভীর রাতে দাবি করলেন, ফেড চেয়ারকে সরানোর কোনও ‘পরিকল্পনা’ তাঁর নেই। তবে সুদ কমানোর যে এটাই সেরা সময়, ফের সেই দাবিও করেছেন প্রেসিডেন্ট।
কয়েক মাস আগেই ট্রাম্প তাঁকে সরাতে পারেন কি না, সেই প্রশ্নের উত্তরে সরাসরি পাওয়েল বলেছিলেন, সেই অধিকার প্রেসিডেন্টের নেই। তিনি নিজে থেকে সরবেন না বলেও স্পষ্ট করেছিলেন। এর পর থেকেই ক্রমাগত পাওয়েলের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন ট্রাম্প। সর্বশেষ মতবিরোধ ঘটে শুল্ক যুদ্ধ নিয়ে। পাওয়েল স্পষ্টই বলেছিলেন, ট্রাম্প যে ভাবে শুল্ক বসাচ্ছেন, তাতে আমেরিকার অর্থনীতি শুধু ধাক্কাই খাবে না, তা মন্দার মুখেও পড়তে পারে। তার পরেই পাওয়েলকে আক্রমণ করা শুরু করেন প্রেসিডেন্ট ও তাঁর সহযোগীরা।
এই পরিস্থিতিতে সম্প্রতি ট্রাম্প বার্তা দেন, অর্থনীতি ভাল করছে। জ্বালানি, মুদিখানার পণ্যের দাম কমছে। তাই এ বার ফেডের উচিত সুদ কমিয়ে তার পালে আরও গতি আনা। ফেডারাল রিজ়ার্ভ সেই পথে না হাঁটলে পাওয়েল সরিয়ে দেওয়ার হুমকিও দেন তিনি। যদিও তার পরেই শেয়ার বাজারে বিপুল পতনের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছিল ট্রাম্পকে। শেষ পর্যন্ত তিনি জানালেন, এ রকম কোনও পরিকল্পনা তাঁর নেই।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)