Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বিদেশি লগ্নি টানতে দ্রুত কর বিবাদ মেটাতে চান জেটলি

চড়া মুনাফার প্রতিশ্রুতি দিয়ে বিদেশি বিনিয়োগ চাইলেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। বিশেষ জোর দিলেন পরিকাঠামোয় লগ্নির বহর বাড়ানোয়। পাশাপাশি তিন বিদেশি সংস্থা ভোডাফোন, কেয়ার্ন ও শেল-এর সঙ্গে কর সংক্রান্ত বিবাদ দ্রুত মিটিয়ে নেওয়া হবে বলে রবিবার ইঙ্গিত দিলেন জেটলি।

সংবাদ সংস্থা
হংকং শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৫ ০২:২৬
Share: Save:

চড়া মুনাফার প্রতিশ্রুতি দিয়ে বিদেশি বিনিয়োগ চাইলেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। বিশেষ জোর দিলেন পরিকাঠামোয় লগ্নির বহর বাড়ানোয়। পাশাপাশি তিন বিদেশি সংস্থা ভোডাফোন, কেয়ার্ন ও শেল-এর সঙ্গে কর সংক্রান্ত বিবাদ দ্রুত মিটিয়ে নেওয়া হবে বলে রবিবার ইঙ্গিত দিলেন জেটলি।

সিঙ্গাপুরের পরে হংকং সফরে এসে রবিবার বিদেশি শিল্পোদ্যোগীদের মুখোমুখি হয়ে জেটলি বলেন, ‘‘অনেক দেশের থেকেই লগ্নির উপর বেশি মুনাফার সুযোগ দেবে ভারত। রেল, সড়ক, বিদ্যুৎ ক্ষেত্রে বিপুল বিনিয়োগের সুযোগও রয়েছে।’’ কী ভাবে কর সংক্রান্ত বিবাদ দ্রুত মিটিয়ে নেওয়া যায়, তা কেন্দ্র খতিয়ে দেখছে বলে এ দিন স্পষ্ট জানিয়ে দেন অর্থমন্ত্রী। তিনটি প্রথম সারির বিদেশি সংস্থা ভোডাফোন, কেয়ার্ন ও শেল-এর প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সবচেয়ে দক্ষতার সঙ্গে এবং দ্রুত এই বিরোধ মেটানোর উপায় বার করা হবে।’’ তাঁর সভায় হাজির ছিল বিভিন্ন আর্থিক সংস্থাও, যাদের লগ্নি রয়েছে শেয়ার বাজারে।

নরেন্দ্র মোদী সরকার ভারতে ব্যবসা করার নিয়ম আরও সহজ করতে যে বাড়তি জোর দিচ্ছে, সে কথা এ দিন ফের উল্লেখ করেন তিনি। কল-কারখানায় উৎপাদন বাড়াতে ‘মেক ইন ইন্ডিয়া’ ও তথ্যপ্রযুক্তিতে লগ্নি টানতে ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্পেও এই পথেই বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব দেওয়া হয়েছে। তবে শিল্পের স্বার্থে বিভিন্ন রাজ্য তাদের জমি অধিগ্রহণ সংক্রান্ত আইন সংশোধন করবে বলে মনে করেন জেটলি।

জেটলি জানান, ইতিমধ্যেই বিদেশি লগ্নিকারীরা ভারতীয় রেলের বিভিন্ন প্রকল্প হাতে নিতে আগ্রহ দেখাচ্ছেন। কেন্দ্রের ১০০টি স্মার্ট সিটি গড়ার প্রকল্পেও বিদেশি লগ্নি চাওয়া হচ্ছে। এই প্রকল্প নগরায়নের পথে বাধা কাটাবে বলে দাবি জেটলির।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE