প্রতীকী ছবি
লকডাউনের জেরে দেশের আকাশে দেখা নেই বাণিজ্যিক যাত্রী বিমানের। এর মধ্যেই টানা বিমান জ্বালানির (এটিএফ) দাম কমিয়ে চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। শেষ বার ১ মে থেকে পণ্যটির দর কমেছে ২৩ শতাংশেরও বেশি। যা নতুন রেকর্ড। এ নিয়ে ফেব্রুয়ারি থেকে টানা ছ’বার কমল দর। দাম এতটাই কমেছে যে, তা দাঁড়িয়েছে পেট্রলের দরের এক তৃতীয়াংশের কাছাকাছি। এমনকি ভর্তুকিহীন কেরোসিনের দামও এখন এটিএফের চেয়ে বেশি।
ইন্ডিয়ান অয়েলের হিসেব, কলকাতায় বিমান জ্বালানির দাম কিলোলিটারে ২৭,৮০৪.২৩ টাকা। অর্থাৎ, লিটারে ২৭.৮০ টাকা। সেখানেই রবিবার পেট্রলের দর লিটারে ৭৩.৩০ টাকা। কেরোসিন কিলোলিটারে ৪৪,৬৬৬.২১ টাকা।
উল্লেখ্য, এত দিন ধরে মাসে এক বার এটিএফের দাম বদলাত সংস্থাগুলি। কিন্তু ২১ মার্চ থেকে প্রতি ১৫ দিনে বদলানো হচ্ছে দাম। এ দিকে এটিএফের কমলেও, দেশের বাজারে টানা ৫০ দিন অপরিবর্তিত রয়েছে পেট্রল, ডিজেলের দাম (কলকাতায় রাজ্যের উৎপাদন শুল্ক বাড়ায় মাঝে এক দিন দাম বেড়েছিল)।
আরও পড়ুন: ধোঁয়াশা বহাল নেটে বিক্রিবাটায়
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy