ব্যবসা ভারতে হলেও কৃত্রিম ভাবে ভিন্ দেশে আর্থিক লেনদেন দেখিয়ে করফাঁকির সুযোগ নেওয়ার অভিযোগ অনেক বহুজাতিক সংস্থার বিরুদ্ধেই উঠেছে। যে-দেশে কর নামমাত্র বা শূন্য, সেখানেই হিসেবের খাতায় মুনাফা দেখাত তারা। এ ধরনের আইনি ফাঁক-ফোকর এড়াতে আজ চুক্তি সই করল ভারত-সহ ৬৮টি দেশ।
প্যারিসে করফাঁকি বাগে আনার এই বহুদেশীয় চুক্তিতে সই করেছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। রাষ্ট্রপুঞ্জের আর্থিক উন্নয়ন সংক্রান্ত শাখা ওইসিডি এবং জি-২০ গোষ্ঠীর উদ্যোগে এই চুক্তি সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। চুক্তি অনুসারে ভারত থেকেই ব্যবসার সিংহভাগ লেনদেন হলে সংশ্লিষ্ট বহুজাতিক সংস্থার ‘স্থায়ী কেন্দ্র’ বা ‘পার্মানেন্ট এসট্যাবলিশমেন্ট’ এ দেশেই বলে ধরা হবে। করও মেটাতে হবে ভারতে।
এত দিন স্থায়ী কেন্দ্রের সংজ্ঞা ঢিলেঢালা ছিল বলেই যেখানে কর কম, সেখানে কৃত্রিম ভাবে ব্যবসা সরিয়ে নেওয়া সম্ভব ছিল। সাধারণত বহুজাতিকরা নিজের দেশে কর কম থাকলে সেখানেই এই সুযোগ নিত। কর বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারত-সহ বিশ্ব জুড়ে ৬৮টি দেশই এর বিরুদ্ধে লড়তে চুক্তি করেছে। ফলে ভারতে ব্যবসা থাকলে সবাইকেই কেন্দ্রের ভাঁড়ারে কর জমা করতে হবে, লেনদেন বিদেশের মাটিতে হলেও। ভোডাফোন, কেয়ার্নের মতো সংস্থার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠায় ও তাদের উপর পুরনো বকেয়া কর চাপায় যে-বিতর্কের সৃষ্টি হয়, ভবিষ্যতে তা এড়ানো যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এ দিকে সফ্টওয়্যার ও তথ্যপ্রযুক্তি নির্ভর পরিষেবায় একটি বহুজাতিকের বিভিন্ন আন্তর্জাতিক শাখার লেনদেনে (ট্রান্সফার প্রাইসিং) সর্বোচ্চ করের সীমা ২২ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে বেঁধে দিয়েছে কেন্দ্র। ২০০ কোটি টাকা পর্যন্ত লেনদেনে তা খাটবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy