এ বার টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার (ট্রাই) ‘ইন্টারকানেকশন ইউসেজ চার্জ’ (আইইউসি) বা আন্তঃ-সংযোগ খরচ সংক্রান্ত আইন নিয়ে এক মামলায় দিল্লি হাইকোর্টে ভোডাফোন-এয়ারটেলের অবস্থানের বিরোধিতা করল রিলায়্যান্স-জিও এবং টাটা টেলিসার্ভিসেস।
আলাদা আলাদা সংস্থার মোবাইল পরিষেবা ব্যবহার করেন এমন দুই গ্রাহক একে অপরকে ফোন করলে, প্রথম সংস্থাটি দ্বিতীয় সংস্থাকে ওই আইইউসি-চার্জ দেয়। কারণ প্রথম সংস্থাটি সংশ্লিষ্ট কলটি সম্পূর্ণ করার জন্য দ্বিতীয় সংস্থার পরিকাঠামো ব্যবহার করে। ট্রাই-এর আইনে বলা হয়েছে, ল্যান্ডলাইন থেকে মোবাইল ফোনে কল করার ক্ষেত্রে এই আইইউসি ধার্য হবে না। তবে দু’টি মোবাইল সংস্থার মধ্যে কথোপকথনের জন্য খরচ দিতে হবে ১৪ পয়সা। ভোডাফোন ও এয়ারটেল এই সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা করেছিল। এ বার আদালতে ওই দুই সংস্থার অবস্থানেরই বিরোধিতা করেছে জিও ও টাটা টেলি।
যদিও মামলাকারী একটি সংস্থার পক্ষের আইনজীবী পি চিদম্বরমের দাবি, যাদের গ্রাহক অনেক বেশি, তারা এই আইনের দরুন ভুগছে। কারণ, পরিষেবা দেওয়ার পরিকাঠামো গড়তে তাদের বহু খরচ করতে হয়েছে। অথচ তা যদি অন্য সংস্থা ব্যবহার করে নিজে আয় করে, তা হলে পরিকাঠামো তৈরির জন্য সংশ্লিষ্ট সংস্থাকেও সেই আয়ের ভাগ দেওয়া উচিত। আইইউসি শূন্যে বেঁধে দেওয়া যাবে কি না, সে ব্যাপারে ট্রাই-এর অধিকার নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
মামলাটার পরবর্তী শুনানি ৯ জানুয়ারি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy