আমদানি নির্ভরতা কমাতে দেশেই উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে জোর দিচ্ছে কেন্দ্র। সেই লক্ষ্যে এ বার এই ক্ষেত্রের জন্য নতুন নীতি আনল প্রতিরক্ষা মন্ত্রক।
এর খুঁটিনাটি এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দেশীয় বেসরকারি প্রতিরক্ষা সংস্থাগুলি বিদেশি সংস্থার সঙ্গে জোট বাঁধতে পারবে। তৈরি করতে পারবে ডুবোজাহাজ, যুদ্ধবিমান, অস্ত্রবাহী যান প্রভৃতি। বিশেষ করে বিদেশি সংস্থার কাছ থেকে উন্নত প্রযুক্তি, কারখানা তৈরির জন্য সহায়তা পাওয়াই এর লক্ষ্য। আগামী দিনে অন্যান্য সরঞ্জামকেও এর আওতায় আনা হবে বলে জানিয়েছে মন্ত্রক।
প্রসঙ্গত, আগামী এক দশকে দেশের সশস্ত্রবাহিনীর হাতে আধুনিক সরঞ্জাম তুলে দিতে ২৫,০০০ কোটি ডলার (প্রায় ১৬.২৫ লক্ষ কোটি টাকা) ব্যয়ের পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এ জন্য ইতিমধ্যেই দেশীয় উৎপাদনে জোর দেওয়ার কথা বলেছেন নরেন্দ্র মোদী। ভারতের বিপুল বাজারের কথা মাথায় রেখে এখানে কারখানা তৈরিতে আগ্রহী লকহিড মার্টিন, বোয়িং, সাবের মতো বিদেশি প্রতিরক্ষা সংস্থাও।
নৌবাহিনীর বরাত। ভারতীয় নৌবাহিনীর চারটি জাহাজে ক্ষেপণাস্ত্র জোগাতে ৬৩ কোটি ডলারের অতিরিক্ত বরাত পেল ইজরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ। রাষ্ট্রায়ত্ত ভারত ইলেকট্রনিক্সের সঙ্গে যৌথ উদ্যোগে এগুলি জোগাবে তারা। ২০০ কোটি ডলারের বরাত আগে পেয়েছিল সংস্থা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy