প্রতারণা ও তথ্য গোপনের অভিযোগে মঙ্গলবার জিজ্ঞেশ শাহকে গ্রেফতার করল সিবিআই। তিনি পণ্য বাজার এমসিএক্স এবং তার মূল সংস্থা এফটিআইএলের প্রতিষ্ঠাতা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটির অভিযোগ, ২০০৯ সালে এমসিএক্স-এসএক্সকে এক্সচেঞ্জ হিসেবে কাজ চালাতে দেওয়ার আবেদনে সেবি-র নিয়ম ভাঙা হয়েছে। এ ক্ষেত্রে মুদ্রা বাজারে লেনদেনের অনুমতি পেতে ইচ্ছে করে তথ্য গোপন করেছেন শাহ। এই প্রতারণায় যোগসাজশ ছিল কিছু উচ্চপদস্থ সেবি কর্তারও।
এ দিন মুম্বইয়ে শাহের বাড়ি ও অফিস ছাড়াও এফটিআইএল, এমসিএক্স ও সেবি-র উচ্চপদস্থ কর্তাদের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। দু’বছর আগে দায়ের করা এই মামলায় মোট ন’জায়গায় হানা দেয় তাদের আর্থিক অপরাধ দমন সংক্রান্ত শাখা।
এর আগে ন্যাশনাল স্পট এক্সচেঞ্জে ৫৬,০০০ কোটি টাকার তছরুপ কাণ্ডে অন্যতম অভিযুক্ত হিসেবে গ্রেফতার হন শাহ। পরে জামিন পান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy