বছরের দ্বিতীয়ার্ধের ইনিংস ভালই শুরু করল দেশের গা়ড়ি শিল্প। জুলাইতে গাড়ি বিক্রির ছবিটা অনেকটাই উজ্জ্বল হয়েছে। যাত্রী গাড়ির বিক্রি ১৭% বেড়েছে। অন্য দিকে, গত বছরের জুলাইয়ের তুলনায় হাল্কা বাণিজ্যিক গাড়ির বিক্রি হ্রাসের গতিও কমেছে কিছুটা।
সোমবার সিয়াম জানিয়েছে, গত বছরের চেয়ে এ বার জুলাইয়ে যাত্রী গাড়ির বিক্রি বেড়েছে ১৭.৪৭%। জুনের হিসেবে তা ছিল মাত্র ১.৫৩%। অন্য দিকে, আর্থিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ সূচক হল বাণিজ্যিক গাড়ি বিক্রির খতিয়ান। মাঝারি ও ভারী বাণিজ্যিক গাড়ির বিক্রি বাড়লেও হাল্কা বাণিজ্যিক গাড়ির বিক্রি জুনে কমেছিল ১০.৫%। কিন্তু জুলাইয়ে ব্যবসা কিছুটা বেড়েছে বলে বিক্রি হ্রাস দাঁড়িয়েছে ৪.১১%। তবে মোটরসাইকেল বিক্রি এখনও তলানিতেই। যদিও সিয়াম-এর ডিরেক্টর জেনারেল বিষ্ণু মাথুরের আশা, এ বছর ভাল বর্ষা হওয়ায় গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে ও গাড়ি শিল্পের চাকা ঘুরবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy