Advertisement
১৮ নভেম্বর ২০২৪

গ্রামে ল্যান্ডলাইন সংযোগে ভর্তুকি বিএসএনএলকে

গ্রামে ল্যান্ডলাইন ফোন দিতে বিএসএনএল-এর দীর্ঘদিনের বকেয়া ভর্তুকি অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রের প্রধান মুখপাত্র ফ্রাঙ্ক নোরোনহা বুধবার টুইটারে বলেছেন, ‘‘গ্রামে ওয়্যারলাইন পরিষেবার জন্য বিএসএনএল-কে যে ১,২৫০ কোটি টাকার আর্থিক বোঝা বহন করতে হয়েছিল, সেই ভর্তুকি অনুমোদন করেছে মন্ত্রিসভা।’’

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ০২:৫৬
Share: Save:

গ্রামে ল্যান্ডলাইন ফোন দিতে বিএসএনএল-এর দীর্ঘদিনের বকেয়া ভর্তুকি অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

কেন্দ্রের প্রধান মুখপাত্র ফ্রাঙ্ক নোরোনহা বুধবার টুইটারে বলেছেন, ‘‘গ্রামে ওয়্যারলাইন পরিষেবার জন্য বিএসএনএল-কে যে ১,২৫০ কোটি টাকার আর্থিক বোঝা বহন করতে হয়েছিল, সেই ভর্তুকি অনুমোদন করেছে মন্ত্রিসভা।’’ ওই ভর্তুকি ‘ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড’ থেকে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

২০০২-এর ১ এপ্রিলের আগে গ্রামীণ এলাকায় ওই ল্যান্ডলাইন পরিষেবা চালু হয়েছিল। এ জন্য পরবর্তী কালে যে আর্থিক বোঝা বিএসএনএল-কে বইতে হত, তা ২০১১-এর ১৭ জুলাই পর্যন্ত মিটিয়ে দেয় টেলিকম দফতর। এরপর ট্রাই হিসেব কষে জানায়, ২০১১-এর ১৭ জুলাই থেকে ভর্তুকির অঙ্ক হবে ১৫০০ কোটি টাকা। এবং ২০১২-এর ১৮ জুলাই থেকে তা হবে ১২৫০ কোটি। ১৫০০ কোটি টাকা আগেই পেয়েছিল বিএসএনএল। আজ বাকি টাকাটাও অনুমোদন করল কেন্দ্র।

অন্য বিষয়গুলি:

Rural phone BSNL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy