Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Asus ROG Phone 2

আরওজি ফোন ২ নিয়ে গেমিং ফোনের বাজার দখল করতে আসছে আসুস

প্রসেসরের দারুণ পারফরম্যান্সে ‘ল্যাগ’ করবে না কোনও গেম। ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজের এই ফোনে এ বার খেলা যাবে  কম্পিউটারের গেমগুলিও।

গেমিং ফোন হিসাবে আসুস নিয়ে আসছে 'আরওজি ফোন ২'। ছবি: আসুস ওয়েবসাইট

গেমিং ফোন হিসাবে আসুস নিয়ে আসছে 'আরওজি ফোন ২'। ছবি: আসুস ওয়েবসাইট

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৯ ১০:১৫
Share: Save:

আপনি কি সুযোগ পেলেই ফোনে গেম খেলায় ডুবে থাকেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। ফোন প্রস্তুতকারক সংস্থা আসুস শীঘ্রই বাজারে আনতে চলেছে তাদের নতুন ফোন ‘আরওজি ফোন ২’, যা বিশেষ ভাবে ফোনে গেম খেলার জন্যই তৈরি।

গত কয়েক বছর ধরেই ফোনের বাজারে এই ধরনের গেমিং ফোনের চাহিদা তুঙ্গে। আসুস গ্রাহকদের এই চাহিদা পূরণেই এর আগে আসুস এনেছিল আরওজি ফোন। এ বার আসছে তারই দ্বিতীয় ভার্সন ‘আরওজি ফোন ২’। আপাতত এই স্মার্টফোনের দাম সম্পর্কে কিছু জানানো না হলেও ফিচারগুলি সম্পর্কে জানানো হয়েছে।

আসুস ‘আরওজি ফোন ২’-এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস চিপসেট। কয়েক দিন আগেই এই নতুন চিপসেটটি লঞ্চ করা হয়, এর আগে কোনও ফোনেই এই চিপসেট ব্যবহার করা হয়নি। স্ন্যাপড্রাগন কোয়ালকম প্রসেসরের এই ফোনে উন্নত মানের চিপসেট ব্যবহার করায় ফোনের গ্রাফিক্সের পারফরম্যান্স বৃদ্ধি পাবে ১৫ শতাংশ এবং সিপিইউ-এর কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাবে ৪ শতাংশ। প্রসেসরের দারুণ পারফরম্যান্সে ‘ল্যাগ’ করবে না কোনও গেম। ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজের এই ফোনে এ বার খেলা যাবে কম্পিউটারের গেমগুলিও।

ভাল গেম খেলার জন্য প্রয়োজন বড় স্ক্রিনের। আসুস আরওজি ফোন ২-তে রয়েছে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। টাচ স্যাম্পলিং রেসপন্স পরীক্ষা করে দেখা গিয়েছে, এই ফোনের টাচ সাড়া দেবে ১ মাইক্রো সেকেন্ডে, যা আইফোন এক্স এস ম্যাক্সের থেকেও দ্রুত। ফোনটির স্ক্রিন সাইজ বড় হলেও তা উপরে এবং নীচে ‘বেজেল্ড’, অর্থাৎ ফোনের সবটা জুড়েই স্ক্রিন থাকবে না। এই জায়গায় দেওয়া হয়েছে স্টিরিও স্পিকার যা বাকি ফোনের থেকে আড়াই গুণ বেশি জোরে আওয়াজ তৈরিতে সক্ষম এবং ডিটিএস এক্স আল্ট্রা অডিও গ্রহণেও সক্ষম।

আরও পড়ুন: আইএসও ১২৮০০-য় ছবি উঠবে অন্ধকারেও, এল লাইকার নতুন ক্যামেরা ‘ভি-লাক্স ৫’

ক্যামেরার ক্ষেত্রে আরওজি ফোন ২-তে দেওয়া হয়েছে সামনের দিকে ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা যা ভিডিও অনলাইন স্ট্রিমিং করতেও সক্ষম। সঙ্গে থাকছে ৪টি মাইক্রোফোন যা পরিষ্কার শব্দ রেকর্ড করতে পারবে। ফোনের রিয়ার প্যানেলে দেওয়া হয়েছে ২টি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ব্যবহার করা হয়েছে সোনির আইএমএক্স ৫৮৬ সেন্সর, যার ফলে কম লাইটেও দুর্দান্ত ছবি তুলতে সাহায্য করবে।

যে কোনও ফোনেই গেম খেললে তার সবচেয়ে বেশি প্রভাব পড়ে ফোনের ব্যাটারিতে। সংস্থা সূত্রে বলা হচ্ছে, এই ফোনে ব্যাটারি নিয়েও চিন্তার কারণ থাকবে না, এই ফোনে থাকছে শক্তিশালী ৬০০০ এমএএইচের ব্যাটারি। পাবজির মতো গেমও টানা ৭ ঘণ্টা খেলা যাবে বিনা চার্জেই। আর চার্জ ফুরিয়ে গেলেও চিন্তার কারণ নেই, দ্রুত চার্জিং-এর জন্য ব্যবহৃত হয়েছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম।

গেম খেললে ফোন গরম হয়ে যাওয়াটাই স্বাভাবিক, তাই শক্তিশালী প্রসেসরের সঙ্গে ব্যবহার করা হয়েছে ‘গেমকুল ২’ সিস্টেম। এই সিস্টেমের মধ্যে দেওয়া হয়েছে একটি থ্রিডি ভেপার চেম্বার, যা ৭.৫ ওয়াট পর্যন্ত তাপ শোষণ করতে সক্ষম হবে। গেমিং ফোন তৈরি করার ক্ষেত্রে আসুস প্রয়োজনীয় সব দিকগুলিই মাথায় রেখেই ‘আরওজি ফোন ২’ তৈরি করেছে। আগের বছরই আরওজি ভারতের বাজারে আসায়, তার দ্বিতীয় ভাগ, অর্থাৎ ‘আরওজি ফোন ২’ কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারে মুক্তি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

আপনি কি সুযোগ পেলেই ফোনে গেম খেলায় ডুবে থাকেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। ফোন প্রস্তুতকারক সংস্থা আসুস শীঘ্রই বাজারে আনতে চলেছে তাদের নতুন ফোন ‘আরওজি ফোন ২’, যা বিশেষ ভাবে ফোনে গেম খেলার জন্যই তৈরি।

গত কয়েক বছর ধরেই ফোনের বাজারে এই ধরনের গেমিং ফোনের চাহিদা তুঙ্গে। আসুস গ্রাহকদের এই চাহিদা পূরণেই এর আগে আসুস এনেছিল আরওজি ফোন। এ বার আসছে তারই দ্বিতীয় ভার্সন ‘আরওজি ফোন ২’। আপাতত এই স্মার্টফোনের দাম সম্পর্কে কিছু জানানো না হলেও ফিচারগুলি সম্পর্কে জানানো হয়েছে।

আসুস ‘আরওজি ফোন ২’-এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস চিপসেট। কয়েক দিন আগেই এই নতুন চিপসেটটি লঞ্চ করা হয়, এর আগে কোনও ফোনেই এই চিপসেট ব্যবহার করা হয়নি। স্ন্যাপড্রাগন কোয়ালকম প্রসেসরের এই ফোনে উন্নত মানের চিপসেট ব্যবহার করায় ফোনের গ্রাফিক্সের পারফরম্যান্স বৃদ্ধি পাবে ১৫ শতাংশ এবং সিপিইউ-এর কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাবে ৪ শতাংশ। প্রসেসরের দারুণ পারফরম্যান্সে ‘ল্যাগ’ করবে না কোনও গেম। ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজের এই ফোনে এ বার খেলা যাবে কম্পিউটারের গেমগুলিও।

ভাল গেম খেলার জন্য প্রয়োজন বড় স্ক্রিনের। আসুস আরওজি ফোন ২-তে রয়েছে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। টাচ স্যাম্পলিং রেসপন্স পরীক্ষা করে দেখা গিয়েছে, এই ফোনের টাচ সাড়া দেবে ১ মাইক্রো সেকেন্ডে, যা আইফোন এক্স এস ম্যাক্সের থেকেও দ্রুত। ফোনটির স্ক্রিন সাইজ বড় হলেও তা উপরে এবং নীচে ‘বেজেল্ড’, অর্থাৎ ফোনের সবটা জুড়েই স্ক্রিন থাকবে না। এই জায়গায় দেওয়া হয়েছে স্টিরিও স্পিকার যা বাকি ফোনের থেকে আড়াই গুণ বেশি জোরে আওয়াজ তৈরিতে সক্ষম এবং ডিটিএস এক্স আল্ট্রা অডিও গ্রহণেও সক্ষম।

ক্যামেরার ক্ষেত্রে আরওজি ফোন ২-তে দেওয়া হয়েছে সামনের দিকে ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা যা ভিডিও অনলাইন স্ট্রিমিং করতেও সক্ষম। সঙ্গে থাকছে ৪টি মাইক্রোফোন যা পরিষ্কার শব্দ রেকর্ড করতে পারবে। ফোনের রিয়ার প্যানেলে দেওয়া হয়েছে ২টি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ব্যবহার করা হয়েছে সোনির আইএমএক্স ৫৮৬ সেন্সর, যার ফলে কম লাইটেও দুর্দান্ত ছবি তুলতে সাহায্য করবে।

যে কোনও ফোনেই গেম খেললে তার সবচেয়ে বেশি প্রভাব পড়ে ফোনের ব্যাটারিতে। সংস্থা সূত্রে বলা হচ্ছে, এই ফোনে ব্যাটারি নিয়েও চিন্তার কারণ থাকবে না, এই ফোনে থাকছে শক্তিশালী ৬০০০ এমএএইচের ব্যাটারি। পাবজির মতো গেমও টানা ৭ ঘণ্টা খেলা যাবে বিনা চার্জেই। আর চার্জ ফুরিয়ে গেলেও চিন্তার কারণ নেই, দ্রুত চার্জিং-এর জন্য ব্যবহৃত হয়েছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম।

গেম খেললে ফোন গরম হয়ে যাওয়াটাই স্বাভাবিক, তাই শক্তিশালী প্রসেসরের সঙ্গে ব্যবহার করা হয়েছে ‘গেমকুল ২’ সিস্টেম। এই সিস্টেমের মধ্যে দেওয়া হয়েছে একটি থ্রিডি ভেপার চেম্বার, যা ৭.৫ ওয়াট পর্যন্ত তাপ শোষণ করতে সক্ষম হবে। গেমিং ফোন তৈরি করার ক্ষেত্রে আসুস প্রয়োজনীয় সব দিকগুলিই মাথায় রেখেই ‘আরওজি ফোন ২’ তৈরি করেছে। আগের বছরই আরওজি ভারতের বাজারে আসায়, তার দ্বিতীয় ভাগ, অর্থাৎ ‘আরওজি ফোন ২’ কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারে মুক্তি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: চিনের পর এ বার ভারতে আসছে হুয়াওয়েইয়ের প্রথম পপ-আপ সেলফি ক্যামেরার স্মার্টফোন

অন্য বিষয়গুলি:

Asus ROG Phone 2 Tech Gaming Phone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE