Advertisement
০৫ নভেম্বর ২০২৪

অ্যাপল মিউজিকের বিরুদ্ধে তদন্ত

গত সোমবারেই সরাসরি নেটে গান শোনার নিজস্ব পরিষেবা ‘অ্যাপল মিউজিক’ আনার কথা জানিয়েছে অ্যাপল। আর তার পরই এর বিরুদ্ধে তদন্ত শুরু হল মার্কিন মুলুকে। এই পরিষেবা দিতে রেকর্ডিং সংস্থার সঙ্গে করা অ্যাপলের চুক্তির ফলে তারা প্রতিযোগিতার শর্ত ভেঙেছে কি না, তা খুঁটিয়ে দেখাই তদন্তের মূল বিষয়।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ০৪:০৩
Share: Save:

গত সোমবারেই সরাসরি নেটে গান শোনার নিজস্ব পরিষেবা ‘অ্যাপল মিউজিক’ আনার কথা জানিয়েছে অ্যাপল। আর তার পরই এর বিরুদ্ধে তদন্ত শুরু হল মার্কিন মুলুকে। এই পরিষেবা দিতে রেকর্ডিং সংস্থার সঙ্গে করা অ্যাপলের চুক্তির ফলে তারা প্রতিযোগিতার শর্ত ভেঙেছে কি না, তা খুঁটিয়ে দেখাই তদন্তের মূল বিষয়। নিউ ইয়র্ক এবং কানেকটিকাটের অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে এই তদন্ত করা হচ্ছে। তারা জানিয়েছে, সামগ্রিক ভাবে মিউজিক স্ট্রিমিং (নেটে সরাসরি গান শোনা) শিল্পকেই রাখা হয়েছে আতস কাচের তলায়। বিষয়টি নিয়ে অবশ্য মুখ খুলতে রাজি হয়নি মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি।

অন্য বিষয়গুলি:

Apple Music US government Apple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE