অনিল অম্বানী
দাদার নাম করেননি একবারও। কিন্তু যে ভাবে টেলিকম শিল্পে একচেটিয়া নিয়ন্ত্রণ কায়েমের দিকে এগোনোর অভিযোগ তুললেন রিলায়্যান্স কমিউনিকেশন্স (আর-কম) কর্ণধার অনিল অম্বানী, তাতে সংশ্লিষ্ট মহলের ধারণা, আদতে তোপের নিশানা মুকেশ অম্বানীই। যাঁর রিলায়্যান্স জিও নিখরচায় কথা বলা, এসএমএস ও সস্তার নেট পরিষেবা নিয়ে বাজারে পা রাখার পরে টেলি শিল্পে প্রতিযোগিতার ‘নকশা’ বদলাচ্ছে দ্রুত। টিকে থাকতে অনেক সংস্থাই বাধ্য হয়ে সংযুক্তির পথ নিচ্ছে।
মঙ্গলবার আর-কমের বার্ষিক সভার মঞ্চ থেকেই অনিল প্রতিযোগিতার বাজার মার খাওয়া নিয়ে সতর্ক করেন। অভিযোগ তোলেন, ‘‘মোবাইল পরিষেবা ক্ষেত্রকে এখন যে দিক থেকেই দেখা হোক না কেন, তা আইসিসিইউ-তে। সাধারণ ওয়ার্ডে নয়, আইসিইউ-তেও নয়।’’ অনিলের দাবি, এই ‘অসুখের’ জেরে রাজস্ব হারিয়ে সবচেয়ে বেশি ধাক্কা খাওয়ার ঝুঁকি বইছে সরকার ও ঋণ ফেরত না-পেয়ে ব্যাঙ্কগুলি। নতুন ঋণ নেওয়া বন্ধ। সংস্থার সংখ্যা নেমেছে হয়েছে ৬। প্রায় সব আন্তর্জাতিক সংস্থা পাততাড়ি গুটিয়েছে। আর-কমের ঘাড়ে ৪৫ হাজার কোটি টাকার ঋণ। তবে অনিলের দাবি, মার্চের মধ্যে সমস্যা থেকে বেরোনো যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy