ভারতীয় সেনাবাহিনীর জন্য বিভিন্ন ধরনের হেলিকপ্টার তৈরি করতে এ দেশের মহীন্দ্রা গোষ্ঠীর সঙ্গে হাত মেলাল ইউরোপের এয়ারবাস গোষ্ঠী। এই লক্ষ্যে আগামী মাসেই একটি যৌথ উদ্যোগ সংস্থা গড়বে গোষ্ঠী দু’টির আওতাভুক্ত দুই সংস্থা, এয়ারবাস হেলিকপ্টার্স ও মহীন্দ্রা ডিফেন্স। দু’পক্ষই এক বিবৃতিতে জানিয়েছে, উদ্যোগ সফল হলে এটাই হবে ভারতের প্রথম বেসরকারি হেলিকপ্টার তৈরির সংস্থা। তবে কেউই নিজেদের লগ্নির অঙ্ক নিয়ে মুখ খোলেনি।
মহীন্দ্রা ডিফেন্স সিস্টেমস-এর চেয়ারম্যান এস পি শুক্ল-র দাবি, দুই সংস্থা মিলে তৈরি উন্নত প্রযুক্তির এবং সুরক্ষিত হেলিকপ্টার দেশের প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন মেটাবে। পাশাপাশি খুলবে রফতানির সুযোগও। যার হাত ধরে তৈরি হবে নতুন কর্মসংস্থানও।
প্রসঙ্গত, বর্তমানে ভারত বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারী দেশ। আমদানি নির্ভরতা কমাতে সম্প্রতি দেশেই অস্ত্রশস্ত্র-সহ সেনাবাহিনীর প্রয়োজনীয় সমস্ত কিছু তৈরির ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে- কারণে দেশের বহু সংস্থাই এ ব্যাপারে উদ্যোগী হয়েছে। সেই তালিকাতেই অন্যতম সংযোজন এই এয়ারবাস-মহীন্দ্রা যৌথ উদ্যোগ। ঘড়িতে ব্যাঙ্ক
স্মার্ট ফোনের পরে এ বার স্মার্ট ঘড়ির জন্য বিশেষ ‘ওয়াচ ব্যাঙ্কিং’ পরিষেবা চালু করল এইচডিএফসি ব্যাঙ্ক। দেশের মধ্যে তারাই প্রথম এই ধরনের পরিষেবা আনল বলে দাবি ব্যাঙ্কের। আপাতত ‘অ্যাপল ওয়াচ’-এ এই সুবিধা মিলবে। প্রাথমিক ভাবে এতে ব্যাঙ্কের ১০ ধরনের লেনদেন সংক্রান্ত কাজ করা যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy