জলবিদ্যুৎ প্রকল্প। ছবি: সংগৃহীত
জলবিদ্যুৎ ক্ষেত্রের প্রয়োজনের কথা ভেবে ইতিমধ্যেই নানা আর্থিক সুযোগ-সুবিধার প্রস্তাব এনেছে কেন্দ্র। তা সত্ত্বেও উদ্বেগের মেঘ ঘনিয়েছে তার মাথার উপরে। কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছেন এই মুহূর্তে সব পক্ষের মাথাব্যথার কারণ মাঝপথেই থমকে যাওয়া জলবিদ্যুৎ প্রকল্প। কারণ এর জেরে আটকে যাচ্ছে লগ্নি।
কর্তৃপক্ষের তরফে এক অফিসারের দাবি, ‘‘প্রকল্পের সফল রূপায়ণ অনিশ্চিত হয়ে পড়েছে। নানা কারণে অনিশ্চয়তা দানা বেঁধেছে প্রস্তাবিত আর্থিক সুবিধা নিয়েও। তাই বর্তমানে সেই সব প্রকল্প সম্পূর্ণ করার লক্ষ্য স্থির করা হয়েছে, যেগুলির কাজ অনেকখানি এগিয়ে গিয়েছে, প্রায় ৭০-৮০ শতাংশ।’’
এখন দেশে ১০ হাজার মেগাওয়াটের প্রায় ১৪টি জলবিদ্যুৎ প্রকল্প থমকে রয়েছে। যার জেরে আটকে প্রায় ২৬ হাজার কোটির লগ্নি।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, পরিবেশগত হাজারটা বাধার কারণে এই ক্ষেত্র সম্পর্কে আগ্রহ হারাচ্ছেন বেসরকারি লগ্নিকারীরাও। যেমন, সম্প্রতি আরপি সঞ্জীব গোয়েন্কা গোষ্ঠীর চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্কা বলেন, বিভিন্ন ক্ষেত্রে বাধা ও অনেক দেরি হওয়ার কারণে নতুন জলবিদ্যুৎ প্রকল্পে আর পুঁজি ঢালবেন না তাঁরা। ফিরে দেখবেন পুরনোগুলিও।
এই পরিস্থিতিতে অনেকেই বিকল্প হিসেবে লগ্নির জন্য বেছে নিচ্ছে সৌর বিদ্যুতের মতো ক্ষেত্রকে। যেখানে শুল্ক বিপুল কমে ইউনিট পিছু ৩ টাকারও নীচে চলে এসেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy