এ মাসের গোড়ায় ভারতে ব্যবসার পরিবেশ নিয়ে হতাশা আর ক্ষোভ ঝরে পড়েছিল এ দেশে ভোডাফোনের প্রধান মার্টেন পিটার্সের বক্তব্যে। বুধবার, মাসের প্রায় শেষের দিকে কিন্তু ওই একই প্রসঙ্গে আশার কথা শোনালেন ভোডাফোন গোষ্ঠীর সিইও ভিত্তোরিও কোলাও। সালিশির মাধ্যমে ভারতে ভোডাফোনের কর-সমস্যা মিটে যাওয়া নিয়েও আশা প্রকাশ করেন তিনি। এমনকী সমাধান হিসেবে একেবারে উড়িয়ে দেননি সংস্থা ও সরকারের মধ্যে চুক্তির সম্ভাবনাও।
এ দিন ভারত সফরে আসা কোলাও -এর মন্তব্য, তাঁর আশা নয়া সরকার সংস্কারকে হাতিয়ার করে এগোবে। ফলে উন্নত হবে ব্যবসার পরিবেশ। মোদী সরকারকে ‘ব্যবসামুখী’ তকমা দিয়ে তিনি বলেন, এ বছর নির্বাচনের পরে ভারতের দৃষ্টিভঙ্গি বদলেছে।
ব্রিটিশ টেলি সংস্থার এই কর্তা বলেন, “আমার মনে হয় এই সরকারের আমলে বিনিয়োগের ক্ষেত্রে লগ্নিকারীরা ইতিবাচক মনোভাব নিয়ে চলছেন। যার কারণ নয়া সরকারের সদিচ্ছা। এ বার এই রাজনৈতিক সদিচ্ছাকে প্রশাসনিক সক্রিয়তায় রূপান্তরিত করতে হবে।”
ভারতে ভোডাফোনের ১১,২০০ কোটি টাকার কর-বিতর্ক নিয়ে তিনি বলেন, “সমস্যা মেটাতে যুক্তিসম্মত পথে হাঁটছে সংস্থা ও সরকার। এটা ভাল।” এ দেশের প্রশাসনিক প্রক্রিয়ার মন্থরতা ও মাঝেমধ্যে পরস্পরবিরোধী আচরণের সমালোচনা করেও তাঁর বক্তব্য, সালিশি প্রক্রিয়া শুরু হয়েছে। এতে আখেরে সুবিধা হবে বলেই আশা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy