Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Small Scale Industries

প্রতিরক্ষায় ছোট সংস্থা, আগ্রহী রাজ্য

ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাম চন্দর তিওয়ারি প্রতিরক্ষা ক্ষেত্রে কৃত্রিম মেধার ব্যবহার বৃদ্ধিতে জোর দিয়েছেন। তাঁর কথায়, “সেনাবাহিনীর প্রয়োজনীয়তা এবং উন্নত প্রযুক্তির কথা মাথায় রেখে দেশীয় সংস্থাগুলিকে কাজ করতে হবে।”

— প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ০৮:৩৩
Share: Save:

প্রতিরক্ষা ক্ষেত্রে পণ্য সরবরাহের ব্যাপারে রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থাগুলি (এমএসএমই) আগামী দিনে বড় ভূমিকা নেবে বলে আশাপ্রকাশ করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর বক্তব্য, এ ব্যাপারে সংস্থাগুলিকে প্রয়োজনীয় সাহায্য করবে রাজ্য। মঙ্গলবার বণিকসভা সিআইআই, ইস্টার্ন কমান্ড এবং সোসাইটি অব ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্সের যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিতে মন্ত্রী বলেন, “রাজ্যের ছোট ও মাঝারি সংস্থা এবং স্টার্ট-আপগুলি যাতে এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারে, সে ব্যাপারে সরকার আগ্রহী। সেই উদ্দেশ্যে যথাযথ পদক্ষেপ করা হবে।” রাজ্যের ভৌগোলিক অবস্থান এবং মেধাসম্পদকে কাজে লাগাতে পারলে এই ক্ষেত্রে বাংলা স্বয়ংসম্পূর্ণ হতে পারে বলে আশা তাঁর।

সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বক্তব্য, “প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় সংস্থাগুলি আগের তুলনায় আরও বেশি করে এগিয়ে আসছে। আমরা চাই সব ক্ষেত্রেই যেন এই ধরনের ছোট-বড় সংস্থা এগিয়ে আসে। তাতে যেমন বিদেশি সংস্থার উপরে আমাদের নির্ভরতা কমবে, তেমনই দেশীয় সংস্থাগুলি অনেকটা এগোতে পারবে।” তার জন্য কেন্দ্র ও সেনাবাহিনীর তরফে যথাযথ পদক্ষেপও করা হচ্ছে বলে জানান সেনাপ্রধান। ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাম চন্দর তিওয়ারি প্রতিরক্ষা ক্ষেত্রে কৃত্রিম মেধার ব্যবহার বৃদ্ধিতে জোর দিয়েছেন। তাঁর কথায়, “সেনাবাহিনীর প্রয়োজনীয়তা এবং উন্নত প্রযুক্তির কথা মাথায় রেখে দেশীয় সংস্থাগুলিকে কাজ করতে হবে। কারণ, আগামী দিনে মনুষ্যবিহীন লড়াই হবে। সেই অনুযায়ী পণ্য তৈরি করতে হবে। এতে কৃত্রিম মেধা বড় ভূমিকা নেবে।”

অন্য বিষয়গুলি:

West Bengal government Small Scale Industries
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE