২২ জানুয়ারি ২০২৫
Sri Moni Bhaskar

বড় বিপদ থেকে বাঁচবেন কী ভাবে? জানাচ্ছেন শ্রী মণি ভাস্কর, পর্ব - ৩

আরাধ্য দেবতার মূর্তি বা প্রতিকৃতিতে তরল নৈবেদ্য প্রদানের মাধ্যমে দেবতার বাহ্যিক স্নানপর্বই হল “অভিষেকম”। অভিজ্ঞ যাজকের তত্ত্বাবধানে, তাঁর নির্দেশ অনুসারে নির্দিষ্ট কিছু মন্ত্রোচ্চারণের মাধ্যমে আরাধ্য দেবতার মূর্তিকে স্নান করিয়ে “অভিষেকম” সম্পন্ন হয়।

শ্রী মণি ভাস্কর

শ্রী মণি ভাস্কর

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ১১:১২
Share: Save:

পরমেশ্বর/পরমাত্মা একজনই, তিনি একমেবাদ্বিতীয়ম। তবে তাঁর কিছু বর্ধিত ঐশ্বরিক শক্তি(extended divine energy) আছে। যথাবিহিত আচার-অনুষ্ঠানের মাধ্যমে সেই দৈবীয় শক্তির কাছে আমরা প্রার্থনা করতে পারি। তাঁদের ঐশ্বরিক কৃপায় বা দৈবীয় আশীর্বাদে অনেক সময়ই সেই কাঙ্খিত সমাধানের হদিস আমরা পাই, সংকটময় পরিস্থিতিতে যা আমাদের প্রয়োজন। “অভিষেকম” এমনই একটি ধর্মানুষ্ঠান, যার দ্বারা আমরা জীবনের সঙ্কট/ঝঞ্ঝা/বিপদ-আপদ অনেকাংশে এড়িয়ে যেতে পারি। যে দেবতা, দৈবীয় শক্তির আরাধনা আমরা করি, সেই দেবতার বিশেষ স্নানই হল “অভিষেকম”।

“অভিষেকম” কী?আরাধ্য দেবতার মূর্তি বা প্রতিকৃতিতে তরল নৈবেদ্য প্রদানের মাধ্যমে দেবতার বাহ্যিক স্নানপর্বই হল “অভিষেকম”। অভিজ্ঞ যাজকের তত্ত্বাবধানে, তাঁর নির্দেশ অনুসারে নির্দিষ্ট কিছু মন্ত্রোচ্চারণের মাধ্যমে আরাধ্য দেবতার মূর্তিকে স্নান করিয়ে “অভিষেকম” সম্পন্ন হয়। এই বিশেষ পদ্ধতি প্রার্থনারই অন্তর্গত একটি ধর্মানুষ্ঠান। “অভিষেকম”-এ সাধারণত যে নৈবেদ্যগুলি প্রদান করা হয়, তা হল ------ দুধ, ঘি, মধু, তিল, আখের রস, সুগন্ধি/essential oil, পঞ্চামৃত (দুধ, দই, ঘি, মধু, তরল গুড়/চিনি) গোলাপ জল, চন্দন বাটা, হলুদ বাটা প্রভৃতি।

কোন দেবতাকে স্নান করানো হচ্ছে বা কোন গ্রহদোষের নিবারণ হেতু “অভিষেকম” করা হচ্ছে, তার উপর নির্ভর করে “অভিষেকম”-এ কোন কোন নৈবেদ্য প্রদান করা হবে। আমাদের কৃতকর্মের নেতিবাচকতা, পূর্বের পাপকর্ম থেকে আমাদের মুক্তি পেতে এবং পরমেশ্বরের আরও নিকটে পৌঁছে যেতে বিভিন্ন দেবতার “অভিষেকম” করার কথা প্রাচীন শাস্ত্রে উল্লিখিত রয়েছে।

“অভিষেকম”-এর সময় ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ নৈবেদ্য ও প্রদানের উদ্দেশ্য

  • জল ➡️ বিশুদ্ধতা
  • সুগন্ধি/essential oil ➡️ নিজের অহং পরিত্যাগ করে এগিয়ে যাওয়া.... ইত্যাদি
  • চালের গুঁড়ো ➡️ প্রজ্ঞা/বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করা
  • আমলকি চূর্ণ ➡️ উচ্চতর আধ্যাত্মিক স্তরে উন্নতি
  • হলুদ গুঁড়ো ➡️ শুভ পরিণাম
  • লবঙ্গ/এলাচ/জাফরান/জায়ফল/তিল ➡️ ব্যক্তি বিশেষের রাশিচক্রে নির্দিষ্ট গ্রহ-তারার অবস্থান অনুসারে প্রদানের বিধি আছে
  • পঞ্চামৃত ➡️ ইতিবাচক শক্তি বৃদ্ধি
  • কলা ➡️ পরিবারের কল্যাণ কমলালেবুর রস ➡️ বিজয় প্রাপ্তি
  • আমের রস ➡️ ব্যক্তির নেতিবাচকতা (negative aura) হ্রাস করা
  • ডালিমের রস ➡️ সমৃদ্ধি প্রাপ্তি
  • দুধ ➡️ সামগ্রিক সুখ
  • দই ➡️ অদম্য মানসিক শক্তি/মনোবল
  • মধু ➡️ জীবনীশক্তি
  • আখের রস ➡️ দুঃখ বিনাশ
  • গোলাপ জল ➡️ আবেগের ভারসাম্য
  • চন্দন ➡️ পরমেশ্বরের অনুগ্রহ লাভ
নৈবেদ্য ও প্রদানের উদ্দেশ্য

নৈবেদ্য ও প্রদানের উদ্দেশ্য

শাস্ত্রে চার ধরনের “অভিষেকম”-এর কথা বলা হয়েছে

১) প্রধান “অভিষেকম”

২) গুপ্ত “অভিষেকম”

৩) জ্ঞান/প্রজ্ঞা প্রাপ্তি “অভিষেকম”

৪) স্বস্তি “অভিষেকম”

তবে “অভিষেকম” সহ এই ধরনের ধর্মানুষ্ঠান পালনের কিছু কঠোর বিধি রয়েছে, এবং অবশ্যই কোনও জাগ্রত মন্দিরে তা পালন করতে হবে। “অভিষেকম”-এর পরে, অভিজ্ঞ যাজকের তত্ত্বাবধানে বিশেষ যজ্ঞক্রিয়া সম্পন্ন করা উচিত। এর ফলে, সেই অতীন্দ্রিয় শক্তি বিকশিত ধর্মানুষ্ঠান/ধর্মাচারণের মাধ্যমে, ঐশ্বরিক শক্তি আমাদের চারপাশে ইতিবাচক শক্তিবলয়(উর্জা) নির্মাণ করে। বড়সড় বিপদ-আপদ, বিড়ম্বনা থেকে পরিত্রাণ লাভের পথ প্রশস্ত হয়। দৈবীয় কৃপা জীবনের বন্ধুর পথগুলিকে মসৃণ করে দিতে সক্ষম।

Guided Symbol Meditation এবং বাস্তু বিষয়ক পরামর্শ পেতে WhatsApp - 86173 72545 / 98306 83986 (Payable & Non-Refundable)

ডিসক্লেইমার: এটি একটি বিজ্ঞাপন প্রতিবেদন এবং বিজ্ঞাপনদাতার সঙ্গে যৌথ উদ্যোগে প্রকাশিত। প্রতিবেদনে প্রকাশিত সমস্ত বক্তব্য / মন্তব্য একান্তই বিজ্ঞাপনদাতার নিজস্ব। এর সঙ্গে আনন্দবাজার অনলাইনের সম্পাদকীয় দফতরের কোনও সম্পর্ক নেই। সংশ্লিষ্ট বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যাচাই করে নিন।

অন্য বিষয়গুলি:

Astrology Prayers Astrology Tips God
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy