২১ জানুয়ারি ২০২৫
Srijan Optima

সাধ্যের মধ্যেই রাজকীয় ভাবে গড়ে উঠুক আপনার সাধের ঘর, সুযোগ করে দিচ্ছে ‘সৃজন অপটিমা’

চার দিক খোলা, ১৪টি রেসিডেন্সিয়াল টাওয়ার, ১৪০০-এরও বেশি অ্যাপার্টমেন্ট। ২ বিএইচকে ও ৩ বিএইচকে— সব রকমের অ্যাপার্টমেন্ট মিলবে এখানে।

‘সৃজন অপটিমা’

‘সৃজন অপটিমা’

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৬:০৪
Share: Save:

চার দেওয়ালে গড়া স্বপ্নসৌধ। নতুন বাড়িই হয়ে উঠুক আপনার স্বপ্নের ঠিকানা। যেখানে রোজ মন ভাল করে তুলবে আলো-বাতাসের খেলা। আপনার সেই সাধের বাড়িকেই গড়ে তুলতে উদ্যোগী রিয়েল এস্টেট সংস্থা ‘সৃজন রিয়েলিটি প্রাইভেট লিমিটেড’। রাজারহাট মেন রোডে নিউটাউন আকাঙ্ক্ষা মোড় থেকে ঢিল ছোড়া দূরত্বে তৈরি হচ্ছে ‘অপটিমা’। যার ঠিক পাশেই রাজারহাট চৌমাথা বাজার। একই সঙ্গে অপার নীরবতা, শান্তি, আবার হাতের কাছেই সমস্ত রকম সুযোগ-সুবিধা।

চার দিক খোলা, ১৪টি রেসিডেন্সিয়াল টাওয়ার, ১৪০০-এরও বেশি অ্যাপার্টমেন্ট। ২ বিএইচকে ও ৩ বিএইচকে— সব রকমের অ্যাপার্টমেন্ট মিলবে এখানে। সাধ ও সাধ্যের মধ্যে যে কোনও ধরনের বাড়ি এখানে কিনতে পারবেন। প্রত্যেকটি অ্যাপার্টমেন্টে দু’টি অথবা তার বেশি ব্যালকনি থাকবে। ৩ বিএইচকে অ্যাপার্টমেন্টে রান্নাঘরের সঙ্গে থাকবে একটি করে ইউটিলিটি ব্যালকনি।

নির্মীয়মাণ এই আবাসনের ৫০০ মিটার থেকে ১১.৩ কিমির মধ্যে রয়েছে ১৫টি স্কুল। ২.৭ কিমি থেকে ১৬ কিমির মধ্যে ১১টি হাসপাতালও পেয়ে যাবেন। এ ছাড়া একাধিক শপিং মল তো রয়েছেই। বাজার-হাট থেকে শুরু করে গাড়ি-ঘোড়া পেতেও খুব বেশি অসুবিধা হবে না।

আপনার সাধের বাড়িকে গড়ে তুলতে উদ্যোগী রিয়েল এস্টেট সংস্থা ‘সৃজন রিয়েলিটি প্রাইভেট লিমিটেড’

প্রবীণদের জন্য ইনডোর গেমসের ব্যবস্থা, ইনডোর জিম, আউটডোর জিম, ব্যাঙ্কোয়েট হল, স্পোর্টস কোর্ট, পার্টি লন, ক্লাবিং জ়োন এবং মস্ত এক জলাশয়ের ব্যবস্থাও করেছে ‘সৃজন’। এ ছাড়া শিশুদের জন্য সুইমিং পুল, যোগা এবং ধ্যানের জায়গা, কনফারেন্স রুম, জাকুজি, গ্রন্থাগার, নাচের ঘরের মতো আরও বেশ কিছু চিত্তাকর্ষক পরিকাঠামো করা হয়েছে। পাশাপাশি, অফিসযাত্রীদের জন্য সেক্টর ৫ এবং নিউটাউন এসইজেড পর্যন্ত একটি শাটলের বন্দোবস্তও থাকবে।

থাকার জায়গাকে পরিবেশবান্ধব করে তোলার জন্য একাধিক পদক্ষেপ করেছে ‘সৃজন’। বৃষ্টির জল সংগ্রহের ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। জল সঞ্চয় করে পরবর্তীতে বাগান করার কাজে তা ব্যবহৃত হবে। জল অপচয় ঠেকাতেই এই সিদ্ধান্ত। এ ছাড়াও ‘অপটিমা’-তে থাকবে সোলার প্যানেল। সূর্যালোক থেকে শক্তি সঞ্চয় করে কমন এরিয়ায় বিদ্যুতের ব্যবস্থা করা হবে। তৃতীয়ত, প্ল্যাটিনাম রেটেড বিল্ডিংগুলিতে ই-ভেহিকল চার্জ দেওয়ার পয়েন্টও রাখা হবে।

সৃজন রিয়েলিটি প্রাইভেট লিমিটেড’ পূর্ব ভারতের অন্যতম শীর্ষ রিয়েল এস্টেট সংস্থা যা কলকাতা, আসানসোল এবং দক্ষিণ ভারতে চেন্নাইয়ে ইতিমধ্যেই সুপরিচিত। মানুষের পছন্দ, প্রয়োজনকে গুরুত্ব দেওয়াই নিজেদের মুখ্য উদ্দেশ্য করে নিয়েছে ‘সৃজন রিয়েলিটি প্রাইভেট লিমিটেড’।

বিশদে জানতে ভিজ়িট করুন: https://shorturl.at/rU0Rq

এই প্রতিবেদনটি ‘সৃজন’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

অন্য বিষয়গুলি:

Srijan Real Estate Srijan Realty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy