০৯ জানুয়ারি ২০২৫
Jaquar & Co. Pvt. Ltd.

নীড় ছোট, ক্ষতি নেই — ‘এসকো’ আছে তো

নিজের ছোট্ট বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে যাঁরা বড় স্বপ্ন দেখেন, তাঁদের স্বপ্নপূরণে সঙ্গী জাগুয়ার গ্রুপের ‘এসকো' যারা সেই ১৯৬০ সাল থেকেই এমন স্বপ্নপূরণের শরিক।

জাগুয়ার গ্রুপের 'এসকো'

জাগুয়ার গ্রুপের 'এসকো'

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৮
Share: Save:

আধুনিক জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রাখতে বদলে যাচ্ছে ঘরবাড়ির চেহারা। আজকাল একটা ফ্ল্যাট একটা আস্ত বাড়ির সমান। অল্প জায়গার মধ্যেই সমস্ত কিছুর বন্দোবস্ত করতে হয়। স্বল্প পরিসরের বাথরুমকে আধুনিক সজ্জায় সাজিয়ে তোলাটাও একটা দক্ষতা। নিজের ছোট্ট বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে যাঁরা বড় স্বপ্ন দেখেন, তাঁদের স্বপ্নপূরণে সঙ্গী জ্যাকুয়ার গ্রুপের এসকো' যারা সেই ১৯৬০ সাল থেকেই এমন স্বপ্নপূরণের শরিক।

ভারতীয় পরিবারগুলির চাহিদা একবারে অন্য রকম। ব্র্যান্ড হিসেবে 'এসকো' এই চাহিদাটা বোঝে। তাদের সমস্ত প্রোডাক্ট সেই চাহিদাকেই মর্যাদা দিয়েই তৈরি। তাই ছয় দশকেরও বেশি সময় ধরে এসকো' যারা ভারতীয় পরিবারগুলির অন্তরঙ্গ সঙ্গী। অল্প জায়গার মধ্যে তৈরি বাথরুমের রূপান্তর ঘটানোয় এই ব্র্যান্ডের দক্ষতা প্রশ্নাতীত। ছাপোষা বাথরুমকে আভিজাত্যপূর্ণ, স্বর্গীয় রূপ দিতে এই ব্র্যান্ডের বাথরুম ফিটিংসের জুড়ি মেলা ভার। তাদের কালজয়ী ডিজাইন এবং প্রযুক্তি তাই মানুষের মনে দাগ কেটে যায়। তাই নীড় ছোট হলেও আপনার বড় স্বপ্নগুলো পূরণ করবে এই ব্র্যান্ড।

স্টাইল এবং বাস্তবতাকে এক সুতোয় বেঁধে চলেছে জ্যাকুয়ার গ্রুপের এসকো'। তাই, শুরুর দিন থেকে লক্ষ লক্ষ বাড়ির ভরসা এই সংস্থা। প্রত্যেক মানুষের রুচিবোধ আলাদা। এই ব্র্যান্ডের বাথ ফিটিংস, স্যানিটারি ওয়্যার, ওয়াটার হিটার এবং অ্যাকসেসরির পূর্ণাঙ্গ সম্ভার রুচির এই বিভিন্নতার কথা ভেবেই তৈরি। কেউ ‘সিঙ্গল-লিভার’ পছন্দ করেন, কারও ভাল লাগে ‘কোয়ার্টার-টার্ন’; রুচিশীলতা আর কার্যকারিতার মিশেলে তৈরি 'এসকো'র ফসেটে এই ভাল লাগাগুলো ধরা দেয়। তাদের প্রোডাক্ট সম্ভারের এই বৈচিত্র গৃহস্থের কল্পনায় প্রাণ সঞ্চার করে। ব্র্যান্ডের শাওয়ার কালেকশনে আছে নানা ধরনের ওভারহেড এবং হ্যান্ড শাওয়ার যা করবে আপনার চাহিদা পূরণ। 'এসকো'র স্যানিটারিওয়্যারও স্টাইল এবং সুস্বাস্থ্যের তাক লাগানো ফিউশন। টাওয়েল হোল্ডার, সোপ ডিসপেনসারের মতো বাথরুমের টুকিটাকি জিনিসও খুবই যত্ন করে এবং মাথা খাটিয়ে তৈরি করা। তাই আপনার পছন্দ যেমনই হোক, আপনার কল্পনাকে বাস্তব রূপ দিতে সক্ষম 'এসকো'। রুচিশীলতা, আধুনিকতা এবং কার্যকারিতা অটুট রেখে আপনার স্বপ্ন যেন পরিপূর্ণতা পায়, এটাই এই ব্র্যান্ডের প্রতিশ্রুতি।

'এসকো' জ্যাকুয়ার গ্রুপের উৎপাদনী উৎকর্ষের জ্বলন্ত উদাহরণ। অত্যাধুনিক প্রযুক্তি, শৈল্পিক নৈপুণ্য এবং গুণগত মানের দিকে কড়া নজর এসকো-র প্রতিটি প্রোডাক্টকে বিশ্বমানের করে তোলে। উদ্ভাবনের প্রতি প্রগাঢ় ভালবাসা এই গোষ্ঠীর বিশেষজ্ঞ দলের চালিকাশক্তি। এই উদ্ভাবনী মানসিকতার জন্যই ক্রেতাদের খুশি করা সম্ভব হয়। ডিজাইন ট্রেন্ড নখদর্পণে রাখা থেকে ক্রেতাদের অভাব অভিযোগ শোনা - এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে 'এসকো' বাথরুম সজ্জার এমন সম্ভার তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ যা, উৎকর্ষের প্রতিরূপ। উৎপাদন থেকে কাস্টমার কেয়ার, এই শিল্পক্ষেত্রের প্রতিটি ধাপে মাপকাঠি তৈরি করে চলেছে 'এসকো', যার নেপথ্যে রয়েছে জ্যাকুয়ার গোষ্ঠীর পূর্ণাঙ্গ সাহচর্য।

এসকো দীর্ঘদিন ধরে ভারতের বাজারে টিকে আছে। বদলে যাওয়া সময় ও ঘরবাড়ির নকশার সঙ্গে এই ব্র্যান্ডের মানিয়ে নেওয়ার ক্ষমতার যা প্রামাণ্য দলিল। ছোট বাথরুম এখন বড় স্বপ্নের ক্যানভাস। আপনার এই স্বপ্নের চিরকালীন সঙ্গী হয়ে দাঁড়িয়ে রয়েছে 'এসকো', যারা বাথরুমের প্রতিটা কোণার রূপান্তর ঘটায় আপনার স্বপ্নের সঙ্গে আপস না করে।

আপনি যদি বিশ্বাস করেন যে আপনার বাথরুমের আয়তন আপনার স্বপ্নের পথে বাধা নয়, তা হলে এখানে ক্লিক করুন আর এমন একটা পৃথিবীতে পদার্পণ করুন, যেখানে স্বল্প পরিসরেও ধরা দেয় অনেক বড় স্বপ্ন। জ্যাকুয়ার গোষ্ঠীর 'এসকো' প্রজন্মের পর প্রজন্ম ধরে গুণগত ভাল মানের সামগ্রী তৈরি করে আসছে সেই সব মানুষদের জন্য, যাঁদের ঘরের প্রতিটি কোণ থেকে উকি মাকে উৎকর্ষ, তা সে নীড় যতই ছোট হোক না কেন!

এই প্রতিবেদনটি ‘জ্যাকুয়ার গ্রুপ’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

অন্য বিষয়গুলি:

Essco bathroom fittings Jaquar Group
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy