মানবদেহের অত্যন্ত গুরুত্বপুর্ণ অঙ্গ হল ফুসফুস। তাই এতে কোনও সমস্যার সৃষ্টি হলে বিভিন্ন ধরনের জটিল রোগের উৎপত্তি হয়। যেমন, হাঁপানি, নিউমোনিয়া, এমফিসেমা, দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস, ফুসফুসের ক্যানসার, ইনফ্লুয়েঞ্জা, পালমোনারি ফাইব্রোসিস ইত্যাদি। ফুসফুসের রোগ সম্পূর্ণ নিরাময় করা সম্ভব হলেও কিছু ক্ষেত্রে সঠিক সময়ে চিকিৎসা না হলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। কলকাতার অনেক জায়গাতেই ফুসফুসের রোগের সমস্ত চিকিৎসা পদ্ধতি এখনও সহজলভ্য হয়নি।
সাধারণ মানুষের সুবিধার্থে তাই অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল নিয়ে এসেছে ‘রিজ়িড ব্রঙ্কোস্কোপি’। ফুসফুসের চিকিৎসায় এটি এক ধরনের অভিনব পদ্ধতিও বলা যেতে পারে।
‘রিজ়িড ব্রঙ্কোস্কোপি’ পদ্ধতি নিয়ে সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের ইন্টারভেনশনাল পালমোনারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট, চিকিৎসক অরিন্দম মুখোপাধ্যায় সবিস্তার আলোচনা করেছেন।
বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:
‘রিজ়িড ব্রঙ্কোস্কোপি’ নিয়ে আলোচনায় চিকিৎসক অরিন্দম মুখোপাধ্যায়
চিকিৎসক মুখোপাধ্যায়ের মতে, “শুধু রোগ নির্ণয়ই নয়, অস্ত্রোপচারের সময়েও কিছু ক্ষেত্রে এই ‘রিজ়িড ব্রঙ্কোস্কোপি’ পদ্ধতি ব্যবহার করার প্রয়োজন পড়ে। এই পদ্ধতি খুব বেশি খরচসাপেক্ষও নয়।”
যে কোনও স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নের জন্য, অ্যাপোলোতে যোগাযোগ করুন:
জরুরি নং: ১০৬৬
হেল্পলাইন নম্বর: ০৩৩৪৪২০২১২২
ই-মেইল আইডি: infokolkata@apollohospitals.com
এটি একটি স্পন্সসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।