Advertisement
০২ নভেম্বর ২০২৪

শ্রীলঙ্কার বিস্ফোরণে নিহত হাসিনার নাতি

শেখ হাসিনার পিসতুতো ভাই আওয়ামি লিগের নেতা শেখ সেলিমের মেয়ে শেখ সোনিয়া সপরিবার কলম্বোয় বেড়াতে গিয়ে উঠেছিলেন হোটেল শাংগ্রি লা-য়।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৯ ০২:১১
Share: Save:

শ্রীলঙ্কার বিস্ফোরণে নিহত হয়েছে শেখ হাসিনার এক স্বজনও। তার বয়স মাত্র আট। আহত তার বাবা। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেই রবিবার এই খবর জানান।

শেখ হাসিনার পিসতুতো ভাই আওয়ামি লিগের নেতা শেখ সেলিমের মেয়ে শেখ সোনিয়া সপরিবার কলম্বোয় বেড়াতে গিয়ে উঠেছিলেন হোটেল শাংগ্রি লা-য়। রবিবার এই হোটেলের রেস্তরাঁতেও বিস্ফোরণ হয়েছে। তাতে সোনিয়ার স্বামী মশিউল হক চৌধুরী আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেও ছোট্ট জায়ন চৌধুরীর খোঁজ মিলছিল না। হাসিনা বলেন, ‘‘সেলিমের মেয়ে-জামাই ও দুই বাচ্চা শ্রীলঙ্কায় ছিল। রেস্তরাঁয় খাবার সময়ে বোমা ফাটে। জামাই আহত হয়ে হাসপাতালে। কিন্তু আট বছরের বাচ্চাটার খবর পাওয়া যাচ্ছে না।’’ রাতে জানা যায়, জায়ন মারা গিয়েছে।

অন্য বিষয়গুলি:

Death Sri Lanka Blast Sheikh Hasina Grandson
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE