বাংলাদেশ ব্যাঙ্ক।
বাংলাদেশ ব্যাঙ্কের আইটি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য পরামর্শদাতা নিয়োগ করা হবে। ইতিমধ্যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, বাংলাদেশ ব্যাঙ্কের আইটি গভর্নেন্স ও রিস্ক ম্যানেজমেন্ট স্পেশ্যালিস্ট (আন্তর্জাতিক পরামর্শ) নিয়োগের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। রবিবার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সদস্য বেগম লায়লা আরজুমান বানুর এক প্রশ্নের জবাবে এ কথা জানান অর্থ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “শিগগিরই পরিচালন পর্ষদের অনুমোদন নিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে। রিজার্ভ থেকে চুরি যাওয়া এক কোটি ৫২ লক্ষ ৫০ হাজার টাকা বাংলাদেশ ব্যাঙ্কে স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।”
রিজার্ভ থেকে চুরির ঘটনা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “চলতি বছরের ৪ ফেব্রুয়ারি হ্যাকিং করে নিউ ইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক থেকে আমাদের অর্থ খোয়া যায়। ওই অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাঙ্ক, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইড)-সহ সংশ্লিষ্ট সকল আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ফিলিপিন্সের আদালতের মাধ্যমে টাকা ফেরত আসার প্রক্রিয়া শুরু হয়েছে।”
তিনি আরও জানিয়েছেন, ফিলিপিন্সে এএমএলসি’র প্রাথমিক তদন্ত এবং সিনেট শুনানিতে রিজার্ভ চুরির সঙ্গে দেশটির আরসিবিসি ব্যাঙ্ক, একটি মানি রেমিট্যান্স কোম্পানি ও তিনটি ক্যাসিনো এবং এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সরাসরি যোগ খুঁজে পাওয়া গিয়েছে। এএমএলসি ইতিমধ্যে সংশ্লিষ্ট কয়েক জনের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনে মামলা দায়ের করেছে। পাশাপাশি, অন্যদের যোগ খুঁজে পেতে তদন্ত চলছে। ফিলিপিনো-চাইনিজ ব্যবসায়ী কিম অং তাঁর কাছে থাকা বাংলাদেশ ব্যাঙ্কের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের মোট ১৫ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার (এক কোটি ৫২ লক্ষ ৫০ হাজার টাকা) এএমএলসি’র কাছে ফেরত দিয়েছে। সেই অর্থ ফেরত আনার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন
ভারত-পাক সংঘাত চাই না: শেখ হাসিনা
পুজোর ওই আলাদা গন্ধটা আসলে বোধহয় বাবার
প্রতিমন্ত্রী জানিয়েছেন, আরসিবিসি ব্যাংককে ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাঙ্ক ইতিমধ্যে এক বিলিয়ন পেসো (প্রায় ২১ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা করেছে। যাতে এ ঘটনায় ব্যাঙ্কটির যোগ থাকার বিষয়টি সুস্পষ্ট হয়েছে। গত ১৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাঙ্ক, ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অব নিউ ইয়র্ক এবং সুইফট-এর মধ্যে দ্বিতীয় বারের মতো ত্রি-পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ফিলিপিন্সের সমপ্রতি গঠিত নতুন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য অক্টোবর মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ওই দেশে যাবে। সে প্রক্রিয়ার অংশ হিসেবে ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেশটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ ব্যাঙ্কের রিজার্ভ থেকে খোয়া যাওয়া অর্থের মধ্যে শ্রীলঙ্কায় পাঠানো অর্থ ইতিমধ্যে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাঙ্কের হিসাবে জমা হয়েছে। পাশাপাশি, ফিলিপিনো-চাইনিজ ব্যবসায়ী কিম অংয়ের নিজের কাছে থাকা বাংলাদেশ ব্যাঙ্কের রিজার্ভের খোয়া যাওয়া অর্থ (এক কোটি ৫২ লক্ষ ৫০ হাজার টাকা) ফেরত দিয়েছেন। পরে আইনি প্রক্রিয়া শেষে গত ১৬ই সেপ্টেম্বর ফিলিপিন্সের আদালত ওই টাকা ফেরতের আদেশ দিয়েছে।
ছবি: সংগৃহীত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy