ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। নিজস্ব চিত্র।
বাংলাদেশ জুড়েই ইলিশের ভরা মৌসুম চলছে। প্রতি দিন মত্স্যজীবীদের জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ। একই ঘটনা ঘটছে খুলনাতেও। মাইকে ঘোষণা করে চলছে ইলিশের বিক্রি। ১৬০ টাকা থেকে শুরু। পাওয়া যাচ্ছে ২৫০, ৩৫০ এবং ৫০০ টাকার ইলিশও।
খুলনার জলমা গ্রামের কয়েক জন মত্স্যজীবী জানালেন, গত কয়েক বছর ধরে তাঁরা বেশ কষ্টে ছিলেন। এ বার নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ায় তারা খুশি। জলমা, ফুলতলা, বুজবুনিয়া, ছয়ঘড়িয়া, পুটিমারি, খারাবাত বাইনতলা, কচুবুনিয়ার প্রায় এক হাজার মত্স্যজীবী এখানকার নদীতে মাছ ধরেন।
খুলনার বড় বাজার, নিউ মার্কেট, টুটপাড়া জোড়াকল বাজার, রূপসার সন্ধ্যা বাজার, ময়লাপোতা মোড়ের সন্ধ্যা বাজার, বউ বাজার, শেখ পাড়া বাজার, বয়রা বাজার, দৌলতপুর, খালিশপুরসহ বিভিন্ন বাজারে এত পরিমান ইলিশ মাছ আসতে শুরু করেছে যে, বরফে দেওয়ার পরেও বাড়তি থেকে যাচ্ছে প্রায়ই। ফলে বাজারগুলোতে মাছের দাম সাধারণ মানুষের নাগালে চলে এসেছে।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে, ১৯৮৭-৮৮ আর্থিক বছরে ইলিশ উৎপাদন হয়েছিল এক লাখ ৮৩ হাজার টন। এর পরিমাণ ২০০৯-১০ আর্থিক বছরে ছিল তিন লাখ ১৩ হাজার টন, ২০১০-১১ আর্থিক বছরে তিন লাখ ৪০ হাজার টন এবং ২০১২-১৩ আর্থিক বছরে তিন লাখ ৫১ হাজার টন ইলিশ উৎপাদন হয়েছে। ২০১৩-১৪ আর্থিক বছরে তিন লাখ ৮৫ হাজার টন ইলিশ উৎপাদন হয়েছে। আর ২০১৪-১৫ আর্থিক বছরে তিন লাখ ৮৭ হাজার টন ইলিশ উৎপাদন হয়েছে। চলতি বছর এর উৎপাদন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: দুর্গোৎসব এর নতুন স্বাদ আনন্দ উৎসবে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy