—প্রতিনিধিত্বমূলক চিত্র।
এলাকা দখলকে কেন্দ্র করে বোমাবাজি, সংঘর্ষে উত্তেজনা মুর্শিদাবাদের সালার থানার চুনশহর গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এ নিয়ে খোঁজখবর করেছে পুলিশ।
প্রায় দু’মাস ধরে এলাকা দখলকে কেন্দ্র করে চুনাশহর গ্রামে বেশ কয়েক বার সংঘর্ষ হয়েছে। বাড়ি ভাঙচুর, বোমাবাজির মতো ঘটনাও ঘটেছে। এলাকা দখল নিয়ে অশান্তির জেরেই মাস দেড়েক আগে খুন হন চুনাশহরের পাশের গ্রাম কান্দরার বাসিন্দা আলাই শেখ (৫৫)। ওই খুনের ঘটনার পর বেশ কয়েক জন ঘরছাড়া ছিলেন বলে খবর। তার পর থেকে এলাকাও খানিক শান্ত ছিল। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা থেকে দফায় দফায় বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয়দের দাবি, দুষ্কৃতীদের অনেকেই আবার এলাকায় ফিরেছে।তার পরেই অশান্তি শুরু হয়েছে। গ্রামবাসীরা পুলিশি পদক্ষেপের আর্জি জানিয়েছেন।
চুনশহর গ্রামের বাসিন্দা মিজানুর মণ্ডল বলেন, ‘‘আমাদের গ্রাম্য এলাকায় আধিপত্য ধরে রাখার লড়াই করছে দুই দুষ্কৃতী গোষ্ঠী। এখানে নানা অপরাধমূলক ঘটনা ঘটে। বেশ কিছু দিন এলাকা শান্ত ছিল। মঙ্গলবার থেকে আবার উৎপাত শুরু হয়েছে।’’ মিজানুরদের অভিযোগ, দুটো গোষ্ঠীর লড়াইয়ে অনেকে আহত হয়েছেন। আগে খুনের ঘটনাও ঘটেছে। একটি গোষ্ঠীর লোকজন কিছু দিন এলাকাছাড়া ছিল। তারা ফেরত আসার পর নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। অন্য দিকে, ওই জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছিল আগেই। তা সত্ত্বেও কী ভাবে এলাকায় বোমাবাজি হচ্ছে, দুষ্কৃতীদের দৌরাত্ম্য চলছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়েরা।